কাপ-কেক দিয়ে তৈরী হলো বিশ্বের উচ্চতম টাওয়ার !
কলকাতা টাইমসঃ
কাপ-কেক দিয়ে বিশ্বের উচ্চতম টাওয়ার বানিয়ে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলে নিলো চেন্নাইয়ের একটি সংস্থা। ১৮ হাজার ৮১৮ টি কাপ-কেক দিয়ে এই টাওয়ারটি তৈরি করেছে চেন্নাইয়ের ‘প্রীতি কিচেন অ্যাপ্লায়েন্স অ্যান্ড ফুড কনস্যুলেট চেন্নাই’। এই কেক টাওয়ারের উচ্চতা ৪১ ফুট ৮ ইঞ্চি।
চেন্নাইয়ের ফোরাম বিজয়া মলে এই কেক টাওয়ারটি তৈরি করা হয়েছে। চেন্নাইয়ের ওই সংস্থার কর্মীদের প্রায় ৩০ ঘণ্টার চেষ্টায় তৈরি হয়েছে এই টাওয়ারটি। টাওয়ার তৈরির প্রয়োজনীয় কেক তৈরি করা হয়েছে শপিংমলেই। যে ছোট ছোট কাপ-কেক দিয়ে ওই টাওয়ারটি বানানো হয়েছে সেগুলির প্রত্যেকটির ওজন ৭০ গ্রাম। টাওয়ারের মোট ওজন ১.৩ টন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ এই কেক টাওয়ারের উচ্চতা মেপে সার্টিফিকেট দেওয়ার পর সমস্ত কেকগুলি ভাগ করে দেওয়া হয়েছে সাধারণ মানুষের মধ্যে।