ইরানি সেনা প্রধান হত্যায় বিশ্বজুড়ে প্রতিক্রিয়া
কলকাতা টাইমসঃ
মার্কিন সেনাবাহিনীর বিমান হামলায় আজ শুক্রবার মৃত্যু হয় ইরানি সেনাপ্রধান কাসেম সোলাইমানি নিহত হন। জানা যায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই এই হামলা চালানো হয়। এই ঘটনার নেতিবাচক প্রতিক্রিয়া দিতে শুরু করেছে বিশ্বের অন্যান্য দেশগুলো। ইতিমধ্যেই মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভে প্রবল সমালোচনার মুখে পড়তে হয়েছে ডোনাল্ড ট্রাম্পকে।
সংযুক্ত আরব আমিরশাহির পররাষ্ট্রমন্ত্রী ড. আনোয়ার গারগাস বলেন, দেশগুলোর নিজেদের মধ্যে দ্বন্দ্ব আরো বাড়িয়ে দেওয়া ঠিক নয়। মার্কিন ডেমোক্র্যাটিক স্পিকার ন্যান্সি পেলোসি বলেন, আজকের বিমান হামলা হিংসা আরও বাড়িয়ে তুলবে। ইরানের বিরুদ্ধে সামরিক বাহিনীর ব্যবহারের জন্য প্রশাসনিক অনুমোদন ছাড়াই এই হামলার ঘটনা ঘটেছে বলে তিনি জানান।
হামলার নিন্দা জানিয়ে চরম প্রতিশোধ নেওয়ার কথা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। তিনি এও জানান, সবার জেনে রাখা উচিত, ইরান এর বদলা নেবে। অন্যদিকে ইরাকের প্রধানমন্ত্রী আদেল আবুদল মাহদি জানান, ইরাকে মার্কিন বাহিনীর উপস্থিতির যে শর্ত ছিল, তা লঙ্ঘন করা হলো এই বিমান হামলার মাধ্যমে।