যোগী রাজ্যে লুঙ্গি পরে ট্রাক চালানো নিষিদ্ধ
কলকাতা টাইমসঃ
যোগী রাজ্যে লুঙ্গি পরে ট্রাক চালানো নিষিদ্ধ হতে চলেছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে দেশ জুড়ে চালু হতে চলেছে নতুন মোটরযান আইন। সেই দিন থেকেই ওই রাজ্যে কার্যকর করা হবে এই নয়া বিধিনিষেধ। উত্তর প্রদেশ বিধানসভায় দেশের নতুন মোটর ভেহিকেল আইনের সঙ্গে একটি অতিরিক্ত সংশোধনী যোগ করা হয়েছে।
এই সংশোধনী অনুযায়ী ফুলপ্যান্টের সঙ্গে শার্ট বা টিশার্ট পরেই ট্রাক চালাতে হবে। স্যান্ডেল নয়, পায়ে থাকতে হবে জুতা। স্কুল ভ্যান ও সরকারি গাড়ির চালকদের ক্ষেত্রেও এই আইন প্রযোজ্য। ইউপির এএসপি (ট্রাফিক) পূর্ণেন্দু সিং বলেন, ‘১৯৮৯ সাল থেকেই পোশাক বিধি লঙ্ঘনের জন্য ৫০০ টাকা জরিমানা করা হতো। বর্তমানে তা বাড়িয়ে ২ হাজার টাকা করা হয়েছে।’