January 20, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা শারীরিক

পিঠের ব্যথা সারাতে নিজের দেহে এ কি ইঞ্জেক্ট করছিলো যুবক?

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

ব্রিটেনের এক ব্যক্তি চিকিৎসকের কাছে না গিয়ে নিজেই নিজের পিঠের ব্যথার চিকিৎসা করলেন। কিন্তু তিনি যা করলেন শুনলে অবাক হয়ে যাবেন। হাতের একটা ফুলে ওঠা জায়গা নিয়ে ডাক্তারের জেরা করার ফলে ধরা পড়ে গেলেন ওই ব্যক্তি।কী করলেন বছর তেত্রিশের ওই যুবক? পিঠের ব্যথা কমাতে টানা আঠারো মাস ধরে বীর্য ইনজেকশনের মাধ্যমে নিজের দেহ প্রবেশ করালেন। ব্যথা তো কমলই না, উল্টা কোমরের নীচে প্রবল যন্ত্রণা নিয়ে হাজির হলেন চিকিৎসকের কাছে। পুরো ঘটনাটি প্রকাশিত হয়েছে আইরিশ মেডিকেল জার্নালে।কীভাবে ধরা পড়লেন ওই যুবক?

চিকিৎসকরা দেখলেন তার হাতের একটা জায়গা ফুলে রয়েছে। সেই ফোলা অংশ নিয়ে টানা জেরাতেই বের হল আসল তথ্য। জানা গেল পিঠের ব্যথার চিকিত্সার জন্য তিনি অনলাইনে একটি হাইপোডারমিক সিরিঞ্জ কিনেছিলেন। তারপরেই তিনি শিরা ও মাংস পেশীতে ওই ইনজেকশন নেন একাধিকবার। যুবকের কথা শুনে অবাক হয়ে য়ান চিকিৎসকরা। সমস্যা সারাতে তাকে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। কিছুটা সুস্থ হওয়ার পর আর চিকিৎসকদের কাছে ফেরেনি ওই যুবক।  

Related Posts

Leave a Reply