চুরি মাত্র ৯ টাকা, খেসারত ১৫ লাখ! সঙ্গে ৩৭ বছরের এই শাস্তি
কলকাতা টাইমস :
কখনও কখনও এক-দুই টাকার লোভও যে জীবনের কত কিছু কেড়ে নিতে পারে তা হাড়ে-হাড়ে টের পাচ্ছেন চন্দ্রকান্ত প্যাটেল। গুজরাটের সরকারি বাসের কন্ডাক্টর চন্দ্রকান্ত প্যাটেল মাত্র ৯ টাকার দুর্নীতি করেন আর তার ভোগান্তি স্বরূপ তাকে গুনতে হয়েছে ১৫ লাখ টাকা। বাসের ভাড়া হিসেবে এক যাত্রীর থেকে ৯ টাকা নিলেও তার টিকিট দেননি তিনি। সেই অপরাধে তার বেতন থেকে ১৫ লাখ টাকা কেটে নেওয়া হল।
চন্দ্রকান্তের লঘু পাপে গুরুদণ্ড হয়ে যাচ্ছে বলে আদালতে আবেদন করেন তার আইনজীবী। কিন্তু আদালত গুজরাট স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের দেওয়া শাস্তিই বজায় রাখে। চিখলি থেকে আমবাচ পর্যন্ত রুটের সরকারি বাসে কন্ডাক্টরি করেন চন্দ্রকান্ত। এক যাত্রীর থেকে ভাড়া বাবদ ৯ টাকা নিলেও তার টিকিট দেননি তিনি।
সেই যাত্রী GSRTC’র অফিসে অভিযোগ জানালে বিভাগীয় তদন্ত শুরু হয় চন্দ্রকান্তের বিরুদ্ধে। দেখা যায়, এর আগেও একাধিকবার এমন ঘটনা ঘটিয়েছেন তিনি। শাস্তি হিসেবে তার পে স্কেল থেকে দুই ধাপ নীচে নামিয়ে দেওয়া হয় তাকে। এখনও ৩৭ বছর চাকরি আছে চন্দ্রকান্তের। চাকরি জীবনে আর তার বেতন বৃদ্ধি হবে না বলেও জানিয়ে দেওয়া হয়।