৪০ হাজার জঙ্গি রয়েছে পাকিস্তানে -ইমরান !
কলকাতা টাইমসঃ
ভারতের দীর্ঘদিনের অভিযোগ, বিশ্বজুড়ে সন্ত্রাস চালাচ্ছে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিরা। এমনকি সেদেশের সরকারি মদতে অবাধে বেড়ে উঠছে তারা। এই অভিযোগ কার্যত মেনে নিলেন পাকিস্তানী প্রধানমন্ত্রী ইমরান খান। মার্কিন সফরে গিয়ে এই কথা স্বীকার করতে একপ্রকার বাধ্য হলেন ইমরান। শুধু তাই নয়, ইমরান জানান এখনো ৩০ থেকে ৪০ হাজার জঙ্গি পাকিস্তানে বর্তমান।
ইমরান বলেন, আমি ক্ষমতায় আসার আগে কোনও সরকারই সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলোকে দমন করতে চায়নি। প্রায় ৩০ থেকে ৪০ হাজার প্রশিক্ষণপ্রাপ্ত সন্ত্রাসবাদী বর্তমানে আফগানিস্তান ও কাশ্মীরের নানা প্রান্তে ঘাঁটি গেড়ে রয়েছে। ইমরান জানান, তালিবানদের সম্পর্কে পাকিস্তানের মানুষের চিন্তাভাবনা বদলে যায় ২০১৪ সালে। যখন তারা আর্মি পাবলিক স্কুলে ঢুকে দেড়শ শিশুকে হত্যা করে। গত ১৫ বছরে তাদের ওপরে সরকারের কোনও নিয়ন্ত্রণই ছিল না।