November 22, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

পাত্র আছে তাও ৫০ লক্ষ, কিন্তু পাত্রী নেই যে 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

বিবাহযোগ্য পাত্র ভুরি ভুরি।  কিন্তু পাত্রীর আকাল উত্তরপ্রদেশে।  উত্তরপ্রদেশে বিয়ের বয়স হয়েছে এমন পাত্রের সংখ্যাও নেহাত কম নয়।  প্রায় ৫৯ লাখ পাত্র।  কিন্তু হলে কী হবে। পাত্রী কই?

সম্প্রতি ভারতের জনসংখ্যার বিবাহের পরিসংখ্যান প্রকাশিত হওয়ায় দেখা গেছে, উত্তরপ্রদেশে ২০ বছরের মধ্যে অবিবাহিত পুরুষ রয়েছেন ৭৯.৫৬ লাখ।  যদিও ওই বয়সী বিবাহিত মেয়ের সংখ্যা মাত্র ২৯.২৬ লাখ।

একইরকমভাবে ৩০ বছর বয়সী অবিবাহিত পুরুষ যেখানে রয়েছেন ৯.১৩ লাখ, সেখানে ওই বয়সী পাত্রী রয়েছেন মাত্র ১.৯৫ লাখ। আবার ৪০-এর কোঠায় বয়স এমন অবিবাহিত পাত্র যেখানে ৩.০৩ লাখ, সেখানে ওই বয়সী অবিবাহিত পাত্রী মোট ৫৯,৩৯৯জন।

৭০, ৮০ ও ৯০-এর দশকে এ রাজ্যে যেরকম নৃশংসভাবে লাখ লাখ কন্যাভ্রূণ হত্যা করা হয়েছে, তারই নির্মম বাস্তব হলো বর্তমান পরিস্থিতি। বলছেন PCPNDT-এর জাতীয় নিয়ন্ত্রক কমিটির সদস্য ডাঃ নীলম সিং।

কয়েক দশক ধরে আদমসুমারিতে বারবার সামনে এসেছে উত্তরপ্রদেশের লিঙ্গবৈষম্যের ছবি।  ১৯০১ সালের আদমসুমারিতে উত্তরপ্রদেশের লিঙ্গ বৈষম্যের হার ছিল ৯৩৮, যেটা জাতীয় লিঙ্গ বৈষম্যের থেকে প্রায় ১৬ পয়েন্ট কম।এর আগের আদমসুমারিগুলোতেও ধরা পড়েছে একই ছবি।  মহিলাদের হার কম হওয়ায় মেয়েদের ওপর শারীরিক অত্যাচারের ঘটনাও উত্তরপ্রদেশে দিনদিন বাড়ছে বলে মনে করছেন সমাজকর্মীরা।

Related Posts

Leave a Reply