উইকেটে ‘বেল’ নেই, তাও চলছে খেলা !
কলকাতা টাইমসঃ
উইকেটে ‘বেল’ নেই, তাও চলছে খেলা! এমনই অবাক করা দৃশ্য দেখা গেলো অ্যাসেজে ম্যানচেস্টার টেস্টে। আসলে ঝোড়ো হাওয়ায় বার বার পড়ে যাচ্ছিলো বেল। শেষপর্যন্ত বাধ্য হয়ে বেল ছাড়াই খেলা চালানোর সিদ্ধান্ত নিয়ে নেন আম্পায়াররা। আইসিসির নিয়মের ৮.৫ ধারা অনুযায়ী, আম্পায়ারদের সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে।
ঘটনার সূত্রপাত চতুর্থ টেস্টের প্রথম দিন। বৃষ্টি এদিন বাড়ে বাড়ে ব্যাঘাত ঘটাচ্ছিলো খেলায়। সঙ্গে ঝোড়ো হাওয়া। ক্রিজে তখন স্টিভ স্মিথ এবং লাবুশানে। ৩১ তম ওভারে বল করছিলেন স্টুয়ার্ট ব্রড। আচমকাই ঝোড়ো হাওয়ায় পড়ে যায় বেল। বেশ কয়েকবার। আর সেই কারণেই ‘বেল’ ছাড়াই চললো খেলা। তবে কয়েক ওভার।