দেশের সেনায় আস্থা নেই: গোর্খাদের বাহিনীতে ডাক চীনের !
কলকাতা টাইমসঃ নিজের দেশের সেনার প্রতি আস্থা হারাচ্ছে চীন। যে কারণে নেপালি সেনাদের তাদের সেনাবাহিনীতে যোগদান করার জন্য আহ্বান জানালেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। প্রেসিডেন্ট শি তাদের ‘অদম্য যোদ্ধা গুর্খা’ বলে অবীহূত করে লাল ফৌজে যোগদানের জন্য নেপাল সরকারের কাছে অনুরোধ জানান বলে জানা যাচ্ছে। এখানেই প্রশ্ন, তবে কি চীন তার নিজের সৈন্যদের ওপর আস্থা হারিয়ে ফেলছেন প্রেসিডেন্ট।
শি মনে করেন, সেনার অগ্রাসনই শেষ কথা। যা না থাকলে নিজেদের দখলে থাকা জমিও সহজেই হাতছাড়া হয়ে যাবে। বিশেষজ্ঞদের ধারণা, ভারতীয় সেনার কৌশলের কাছে নাস্তানাবুদ হয়ে দখল করা জমি ছেড়ে দিতে বাধ্য হয় চীনা লাল ফৌজ। যা মোটেই ভালোভাবে নিতে পারেননি চীনা প্রেসিডেন্ট।এছাড়াও অনেকদিন ধরেই বাহিনীর মানসিকতা নিয়ে ঘনিষ্ট মহলে উদ্বেগ প্রকাশ করে আসছিলেন তিনি।