উচ্চশিক্ষার কোনো দরকার নেই, ধর্মশিক্ষাই শেষ কথা: তালেবান শিক্ষামন্ত্রী !
কলকাতা টাইমসঃ
উচ্চশিক্ষার কোনো দরকার নেই, ধর্মশিক্ষাই শেষ কথা। এমনটাই মনে করেন আফগানিস্তানের তালেবান সরকারের শিক্ষামন্ত্রী। সদ্য প্রতিষ্ঠিত সে দেশের তালিবান সরকারের স্বাস্থমন্ত্রী শেখ মৌলবি নুরুউল্লাহ মুনির পরিষ্কার ভাষায় জানিয়ে দেন, স্নাতকোত্তর বা পিএইচডি-র কোনো মূল্য নেই, ধর্মশিক্ষাই আসল।
সফগানিস্তান তালিবানদের হাতে যেতেই দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।বিশেষত মহিলাদের শিক্ষাব্যবস্থা নিয়ে।দেশের জনগণের মনে ফায়ার আসছে ২০ বছর আগের আতঙ্ক। সেই সময় বন্ধ করে দেওয়া হয় স্কুল, পুড়িয়ে দেওয়া হয় বই। মেয়েদের পড়াশোনা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়। আবারো সেই আতঙ্ক দানা বাঁধছে জনগণের মনে।