September 29, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

হাসপাতালে ঠাঁই নেই, রাস্তার ধারে তাঁবু খাটিয়ে চলছে করোনার চিকিৎসা

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

হাসপাতালে ঠাঁই নেই, রাস্তার ধারে তাঁবু খাটিয়ে চলছে করোনার চিকিৎসা। এই পরিস্থিতিতেও কোনোভাবেই লকডাউনের রাস্তায় হাটতে নারাজ এই দেশ। সরকারি এবং বেসরকারি হাসপাতালের আইসিউতে বর্তমানে করোনা রোগীদের তিল ধরণের জায়গা নেই। প্রসঙ্গত, ইন্দোনেশিয়া সরকার লকডাউনের পথে না হেটে জনগণের গতিবিধি নিয়ন্ত্রণের জন্য নানান পদক্ষেপ গ্রহণ করেছে।

ইন্দোনেশিয়ার বর্তমানে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১,৮১,৪৩৫ জন। গতকাল অর্থাৎ শুক্রবার ১৮,৮৭২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। গত পরশু সংখ্যাটা ছিলো ২০,৫৭৪ জন।  গত ২১ থেকে ২৫ জুন, মাত্র ৫ দিনে ইন্দোনেশিয়ায় করোনা আক্রান্ত হয়েছেন ৮২,৯৫৮ জন। মৃত্যু হয়েছে ১৭০৯ জন মানুষের।

Related Posts

Leave a Reply