বড়বেলার ছবি নেই, তাই ছোটবেলার ছবিতেই অপরাধীর খোঁজে পুলিশ !
কলকাতা টাইমস:
আজব কান্ড! অপরাধীকে ধরতে তার ছোটবেলার ছবি দিয়ে শহর জুড়ে পোস্টার সাটলো পুলিশ। এদিকে বড়বেলায় দিব্যি ঘুড়ে বেড়াচ্ছে সেই বাবাজীবন। এছাড়া উপায় নেই। কারণ পুলিশের কাছে এখনকার কোনো ছবি নেই। ছবির অপরাধী তখন সম্ভবত প্রাইমারি স্কুলের স্টুডেন্ট। পরনে নীল শার্ট। চোখজুড়ে বিস্ময়। পুলিশের দাবি, অপরাধী এখনো একই রকম দেখতে, শুধু বয়সটাই যা বেড়েছে।
এমনই নজিরবিহীন ঘটনা ঘটেছে দক্ষিণ-পশ্চিম চীনের জেনজিয়ংয়ে। পুলিশ সম্প্রতি ১০০ জন অপরাধীর ছবি প্রকাশ করেছে। তার মধ্যে চার জন অপরাধীর ছোটবেলার ছবি। একটি ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। কড়া ভাষায় পুলিশের সমালোচনা শুরু করে নেটিজেনরা। তাঁদের তীব্র আক্রমণেরমুখে বাধ্য হয়েই ক্ষমা চেয়ে নেয় জেনজিয়ং পুলিশ।