কলকাতা টাইমস :
আধুনিক যুগে পোশাক নির্মাতাদের ডিজাইন অনেকে কাছে বিদঘুটে মনে হতে পারে। দেহের বিভিন্ন অংশের পোশাকের অনেক ডিজাইন সাধারণ মানুষের কাছে হাস্যকর মনে হয়। তবে এবার মানুষকে জুতো ছাড়া করে দিচ্ছে তারা। তাই বলে খালি পায়ে হাঁটতে হবে না কিন্তু। পায়ে জুতো নেই, আবার খালি পায়েও চলতে হবে না। তাহলে রহস্যটা কী?
ইতালিয়ান এক প্রতিষ্ঠান ‘নেকফিট’ বানিয়েছে বিস্ময়কর এক সোল। এটা জুতা নয়, কেবল এক জুতোর তলা। পায়ের তলার সেঁটে থাকে কেবল। আপনি রাস্তা দিয়ে হেঁটে গেলে সবাই দেখবেন যে, আপনার পায়ে কিছুই নেই। তবে নিচের দিকে দৃষ্টি দিলে বোঝা যাবে। সেখানে জল প্রতিরোধী, আঘাত প্রতিরোধী আর তাপ প্রতিরোধী পাতলা এক সোল লাগানো রয়েছে। জুতো যেমন পায়ের তলাকে কাটা-ছড়া থেকে রক্ষা করে, এটাও তাই করবে।
কালো, গোলাপী আর হালকা নীল রংয়ে বিক্রি হচ্ছে এটা। ফ্লিপ-ফ্লপ জাতীয় জুতো বিকল্প হিসাবে এটা বানানো হয়েছে। জনপ্রিয়তা বাড়ছে হু হু করে।