বিয়ে বাড়িতে গান বাজলেই কপাল পুড়বে কনের!
কলকাতা টাইমস :
বিয়ে বাড়ি মানেই আনন্দ-ফূর্তি। কোনো না কোন একসময় গান বাজবেই। শুধু কী গান। ব্যান্ড-বাজনা ছাড়া অম্পূর্ণই থেকে যায় প্রতিটি বিয়েই। আজকাল বসছে ডিজের আসরও।
কিন্তু বিয়ে বাড়ির এসব কোনো আনন্দই থাকবে না- যদি আপনি হন মুসলিম।গান-বাজনা, ব্যান্ড, ডিজে- এসব কিছুর ওপর নিষেধাজ্ঞা জারি করলেন মুসলিম ধর্মগুরুরা। মুসলিম বিয়ে বাড়িতে আর বাজবে না গান। বসবে না কোনো জলসা। হবে না ডিজে নাইটও। এমনই বিধান দিয়েছেন মধ্যপ্রদেশের মুসলিম ধর্মগুরুরা।
তাদের মতে, বিয়েতে জোরে গান-বাজনা হওয়াটা ঠিক নয়। এটি ইসলাম বিরুদ্ধ। তাই কেউ যদি তাদের ফরমান না মেনে ব্যক্তিগত ইচ্ছায় এইসব আয়োজন করে তবে সেক্ষেত্রে সেই বিয়ের জন্য কোনো ‘নিকাহ ফর্ম’ দেওয়া হবে না।মানে সেই বিয়ে বৈধ হবে না।
অগত্যা মাতমের মতোই চুপচাপই সারতে হবে বিয়ে। নয়তো কপাল পুড়বে কনের।