January 20, 2025     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

এখানে মহিলাদের প্রবেশ নিষেধ !

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

ধুনিক পৃথিবীতে এখনও এমন কিছু জায়গা রয়েছে যেখানে মহিলাদের প্রবেশ নিষেধ। অবাক হলেও, এটাই সত্যি !

মাউন্ট ওমিন- ২০০৪ সালে বিশ্ব হেরিটেজের অংশ হিসেবে চিহ্নিত হয়। তবু আজও জাপানের মাউন্ট ওমিনে মহিলাদের প্রবেশ নিষিদ্ধ। কারণ, ‘মহিলাদের উপস্থিতি পুরুষদের মনে লোভ সৃষ্টি করতে পারে।’

মাউন্ট অ্যাথোস- গ্রিসের মাউন্ট অ্যাথোসেও মহিলারা প্রবেশ করতে পারেন না। ১৯৯৮ সালে বিশ্ব হেরিটেজ তালিকায় স্থান পাওয়া এই পাহাড়ি মঠ, আশ্রমগুলিতে মহিলাদের প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে।

ম্লিমাদজি বিচ- আফ্রিকার দক্ষিণ-পূর্বে অবস্থিত এই সমুদ্র সৈকত। এখানকার আশ্রমগুলিতে মহিলাদের প্রবেশ কঠোর ভাবে নিষিদ্ধ।

ওকিনোশিমা- জাপানের অন্যতম পবিত্র এই স্থান। এখানেও প্রবেশের অনুমতি নেই মহিলাদের।এমনকি পুরুষরাও এখানে প্রবেশের অনুমতি পায় কেবল মে মাসে।

হোয়াইট জেন্টলম্যানস ক্লাব- ধনকুবেরদের ক্লাব। উনিশ শতকে উঠে আসে আলোচনার শিরোনামে। প্রিন্স চার্লস এখানেই তার ব্যাচেলার পার্টির আয়োজন করেছিলেন। কারণ এখানে মহিলারা প্রবেশ করতে পারেন না।

Related Posts

Leave a Reply