প্লাস্টিকের বোতল যখন বাসের টিকিট!
ইন্দোনেশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সুরাবায়া। সেখানকার বাসিন্দারা চাইলে প্লাস্টিকের বোতল দিয়ে বাসের টিকিট কাটতে পারেন। পরিবেশ দূষণ ঠেকাতে এই উদ্যোগ।
সারা বিশ্বে চীনের পর ইন্দোনেশিয়া থেকেই সবচেয়ে বেশি প্লাস্টিক সাগরে গিয়ে পড়ে। এই দুর্নাম মুছতে অভিনব এক উদ্যোগ নিয়েছে ইন্দোনেশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সুরাবায়া। সেখানকার বাসিন্দারা প্লাস্টিকের পণ্যের বিনিময়ে বাসের টিকিট কাটতে পারেন।
দশটি প্লাস্টিকের কাপ অথবা আকারভেদে পাঁচটি প্লাস্টিকের বোতল দিয়ে বাসের টিকিট পাওয়া যায়। এই টিকিট দিয়ে দুই ঘণ্টা বাসে চড়া যায়।
সুরাবায়া শহর কর্তৃপক্ষ ২০২০ সালের মধ্যে শহরকে প্লাস্টিক বর্জ্যমুক্ত করতে চায়। শহরে দৈনিক ৪০০ টন প্লাস্টিক বর্জ্য তৈরি হয়, যা মোট বর্জ্যের ১৫ শতাংশ। একটি বাস দিনে আড়াইশ কেজি প্লাস্টিকের বোতল সংগ্রহ করতে পারে। সেই হিসেবে প্রতিমাসে একটি বাস গড়ে সাড়ে সাত টন বোতল সংগ্রহ করে। বোতল পাওয়ার পর তার ছিপি আর লেবেল ফেলে দেয়া হয়। পরে সেগুলো রিসাইক্লিং কোম্টানির কাছে বিক্রি করা হয়। অর্জিত অর্থ দিয়ে বাস পরিচালনা করা হয়। এছাড়া শহরে সবুজ এলাকা বাড়ানোর কাজ চলে।