এই ১০ লক্ষণই জানান দেবে কোনও আত্মা আপনার পিছু নিয়েছে কী?
কলকাতা টাইমস :
কনজ্যুরিং’ বা ‘প্যরানর্মাল অ্যাক্টিভিটি’-র মতো ছবি দেখে আপনার যদি রাতে-বিরেতে মনে হয়, এমন কেউ আপনার পিছনে ওৎ পেতে বসে রয়েছে, যে ঠিক রক্তমাংসের জীব নয়, তবে আপার কোনও দায়িতেব নেই এমন অনুভবে। হরর ছবির আফটারএফেক্ট এমনটাই হয়। প্যারানর্মাল বিশেষজ্ঞরা এই সব ক্ষেত্রে কিছু বলে না। কিন্তু ভাবুন, এমন এক পরিস্থিতি, যেখানে আপনি হরর ছবিও দেখেননি, হরর কাহিনিও পড়েননি। তবু একটা গা ছমছমে অনুভূতি আপনাকে যখন তখন গ্রাস করে। আপনি বুঝে উঠতে পারেন না, ঠিক কোথায় এই অস্বস্তির উৎস। প্যারানর্মাল বিশেষজ্ঞরা এইখানেই মত দেন— কোনও আত্মা বা অতিপ্রাকৃত কিছু আপনাকে অনুসরণ করছে না তো! বিশেষজ্ঞরা কিছু লক্ষণের কথা বলেন, মিলিয়ে দেখে নিতে পারেন, তেমন কিছু আপনার জীবনে ঘটছে কি না।
১. বাড়িতে রাতে এমন কিছু শব্দ কানে আসি কি, যা সাধারণত হওয়ার কথা নয়?
২. আপনার কি মনে হয়ে সবসময়ে কেউ আপনার উপরে নজর রাখছে?
৩. মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে যায় আর আপনার খালি মনে হতে থাকে, ঘরের মধ্যে কেউ রয়েছে। নির্ঘাত রয়েছে।
৪. আপনার কি মনে হয়, মাঝে মাঝে চোখের কোণে কারোর ছায়া উঁকি দিচ্ছে, আর ঘাড় ঘোরতেই সেটা স্যাঁৎ করে সরে গেল?
৫. আপনার ঘরের কোনও বিশেষ একটা জায়গা কি একটু বেশি ঠান্ডা বলে মনে হয়?
৬. আপনি মাঝে মাঝেই মনে হয়, আপনার ঘাড়ের কাছে একটা শিরশিরে অনুভূতি হচ্ছে?
৮. আপনার পোষা বিড়াল, কুকুর, পাখি মাঝে মাঝে এমন আচরণ করছে, যার কারণ আপনি বুঝতে পারছেন না।
৯. কানের কাছে মাঝে মাঝে কেউ ফিস ফিস করছে বলে মনে হয় কি?
১০. প্রায়শই টুকিটাকি জিনিস হারিয়ে ফেলছেন, খুঁজে পাচ্ছেন এমন জায়গা থেকে, যেখানে সেগুলি থাকার কথাই নয়।
উপরের শর্তগুলির বেশিরভাগটাই যদি মিলে যায়। তবে বুঝতে হবে, কোনও অতিপ্রাকৃত আপনাকে অনুসরণ করছে। এতে বিচলিত হওয়ার কিছু নেই, জানাচ্ছেন প্যারানর্মাল বিশেষজ্ঞরা। এমনটা হতেই পারে। ছায়ালোকের বাসিন্দারা অনেক সময়েই কায়ালোকে যোগাযোগ করতে চান। এই সিম্পটমগুলি সেই প্রচেষ্টারই বহিঃপ্রকাশ। এমন ক্ষেত্রে বিচলিত হলে আপনারই ক্ষতি। জেনে রাখা ভাল, বিদেহীরা দেহধারীদের ক্ষতি করতে চান না।