January 18, 2025     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular ধর্ম

এই ১২ জিনিসেই বদলায় ভাগ্য !

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস : 
ভাগ্য বদলাতে কে না চায়।  প্রতিটি মানুষ তার ভাগ্য বদলাতে দিন-রাত পরিশ্রম করে যাচ্ছে।  তবে এমন কিছু জিনিস আছে তা বিশ্বের বেশির ভাগ মানুষ বিশ্বাস করে যে, ভাগ্য বদলে দিতে পারে এই ১২টি জিনিস।  কি সেই সব জিনিস? তাহলে একনজরে দেখে নিন-

১) ঘরে চড়ুই পাখির বাসা : ঘরে চড়ুই পাখির বাসা বাঁধলে দক্ষিণ পূর্ব এশিয়ার মানুষরা বিশ্বাস করে, সেই ঘরে শ্রীবৃদ্ধি হয়।  ভারতীয়দের বিশ্বাস ঘরে চড়ুই পাখির বাসা বাঁধলে ঘর নোংরা হলেও আসলে তা সংসারে কল্যাণের পূর্ব লক্ষণ।

২) নম্বর সাত : সাত সংখ্যাটা ইউরোপের বিভিন্ন অংশে পয়া বলে মনে করা হয়।  বিভিন্ন ক্যাসিনোর আসরে সাত সংখ্যাটা সবচেয়ে বেশি ধরা হয়।  যদিও ভারতীয়রা সাত সংখ্যাটা এড়িয়ে চলেন।  খ্রিস্টান চার্চে বলা হয় মানুষকে ভগবান সাতটা উপহার দিয়েছে- জ্ঞান, বোঝাপড়া, সম্মান, গৌরব, আশীর্বাদ, শক্তি আর ধার্মিকতা।  সাত মানেই শুভ।  জাপানিরা বিশ্বাস করেন সাতটা ভগবান দুনিয়ায় আছে।  সেই সাত ভগবান নতুন বছরে মানুষকে উপহার দেয়।

৩) তারাখসা : তারাখসাকে নিয়ে দৃশ্যটা তো সবাই দেখেছেন।  সেখানেই তো বলা আছে তারাখসার সময় চোখ বন্ধ করলে যা চাওয়া হয় সেটা নাকি পাওয়া যায়।  তবে শুধু ভারতে নয় মার্কিন মুলুক, মেক্সিকোর মত বিদেশ বিভুঁইতেও তারাখসা দেখলে শরীর স্বাস্থ্য ভালো থাকার চিহ্ন হিসেবে মনে করা হয়।

৪) হাতির পাল : হাতির পাল দেখলে আয়ু বাড়ে বলে আফ্রিকানদের বিশ্বাস।

৫) জোড়া সাপ : সাপের শঙ্খ লাগার সময় তার ওপর কাপড় দিলে সেই কাপড় ঘরে রেখে দিলে সংসারের মঙ্গল হয় বলে ভারতীয়দের বিশ্বাস।

৬) জোড়া ডলফিন : মার্কিনীরা মনে করেন, জোড়া ডলফিন দেখে কোনো বড় কাজে গেলে তা সহজেই উদ্ধার হয়।  যে কারণে ছুটির দিনে মার্কিন মুলুকে ডলফিন পার্কে ভিড় চোখে পড়ার মত।

৭) খরগোশের পা : ইউরোপ, আফ্রিকা, চীন, উত্তর-দক্ষিণ আমেরিকাজুড়ে মানুষের বিশ্বাস, খরগোশের পা দেখলে দিন শুভ যায়।

৮) রামধনু : ইউরোপের বেশকিছু দেশের মানুষদের বিশ্বাস, অনেকক্ষণ ধরে রামধনুর দিকে চেয়ে থাকলে হঠাত্‍ করে সোনা লাভ হয়।

৯) ব্যাঙ : প্রাচীন ইজিপ্টের মানুষদের বিশ্বাস ছিল, সদ্যোজাত সন্তানকে রক্ষা করে ব্যাঙদের দেবতা।  সেই থেকে এশিয়ার বিভিন্ন দেশের মানুষের বিশ্বাস ব্যাঙ দেখলে সন্তান লাভ হয়।  ব্যাঙের ডাক শুনলে বন্ধুত্ব বাড়ে, প্রেম বাড়ে।

১০) পাখির পটি : ফেং শুই মতে, পাখির পটি কারো গায়ে পড়লে তার সময় খুব ভালো আসতে চলেছে।  গাড়ির ওপর পাখির পটি পড়লে নাকি গাড়ির মালিকের অর্থপ্রাপ্তির পূর্ব লক্ষণ।

১১) কচ্ছপ ; চাইনিজ সংস্কৃতিতে কচ্ছপকে খুবই শুভ বলে মনে করা হয়। অসুস্থ ব্যক্তিকে কচ্ছপ দেখালে নাকি তার রোগ সেরে যায়।  দীর্ঘায়ু হতেও নাকি কচ্ছপ দর্শণ প্রয়োজন।

১২) ঘোড়ার খুড়ের নাল ; অশুভ শক্তির বিনাশে ঘোড়ার নাল ঘর-পরিবারে বিভিন্ন সমস্যা দূর করতে প্রাচীন কাল থেকেই ঘোড়ার নালের ব্যবহার প্রচলিত।  জ্যোতিষ অনুযায়ী, ঘোড়ার নাল ব্যবহার করে বহু ব্যক্তির ভাগ্য পরিবর্তন হয়েছে।

Related Posts

Leave a Reply