November 22, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular ওপার বাংলা রোজনামচা

ভয়াল বিমান দুর্ঘটনার কবলে পরেও বেঁচে গেলেন এই ১৯ জন যাত্রী

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ
ঢাকা থেকে নেপালের কাঠমান্ডুর উদ্দেশে উড়ে যাওয়া বাংলাদেশের বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলার একটি যাত্রীবাহী বিমান সোমবার ভেঙ্গে পরে। ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় সেটি বিধ্বস্ত হয়। মুহূর্তেই উড়োজাহাজটিতে আগুন ধরে যায়। মর্মান্তিক এ দুর্ঘটনায় কমপক্ষে ৫০ জন নিহত হয়েছেন বলে জানা গিয়েছে। ভয়াবহ এই বিমান দুর্ঘটনায় ১৯ জন জীবিত আছেন জানিয়ে একটি লিস্ট প্রকাশ করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স কর্তৃপক্ষ।

জীবিত উদ্ধার ১৯ যাত্রীরা হলেন- ইমরানা কবির হাসি, পিঞ্চি ধামী, সামিনা বয়ানজাংকার, কবির হোসেন, মেহেদী হাসান, রেজওয়ানা আব্দুল্লাহ, স্বর্ণা সৈয়দা কামরুন্নাহার, শাহরিন নাহার, মো. শাহীন বেপারী, কিশোর ত্রিপাঠী, হরি প্রসাদ সবেদী, ডায়ারান তাম্রাকার, কেশাব পান্ডে, বসন্ত বহুরা, আশিষ সঞ্জিত, বিনোদ রাজ পাডিয়াল, দিনেশ হুমাগেইন, রেজাউল হক ও সোনম শাক্য।

Related Posts

Leave a Reply