January 18, 2025     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

এই ৮‘গোপন কথা’তেই মহিলারা পুরুষদের থেকে এগিয়ে 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

নারী আর পুরুষের ক্ষমতা ও সমতা নিয়ে নানা রকম মতামত দেখা যায়। এই বিষয়ে শুধু মতামতই কি যথেষ্ট? মহিলারা পুরুষদের চেয়ে কোন দিক দিয়ে এগিয়ে? এবার এই বিষয়টা নিয়ে রিতিমত গবেষণা করা হয়েছে। আসুন তাহলে জেনে নিন কোন কোন দিকে মহিলারা পুরুষদের ছাপিয়ে গিয়েছে!

স্মরণশক্তি খুব ভালো : ব্রিটেনের একটি বিশ্ববিদ্যালয়ের গবেষণা থেকে জানা গিয়েছে, মহিলাদের স্মরণশক্তি পুরুষদের চেয়ে অনেকগুণ বেশি৷ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পুরুষদের স্মরণশক্তি কমলেও, মহিলাদের তেমন একটা কমে না৷

জটিল পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার ক্ষমতা : গবেষণায় দেখা গিয়েছে, যে কোনও জটিল পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষমতা পুরুষের চেয়ে মহিলার অনেক বেশি৷ মহিলাদের মস্তিষ্কে অক্সিটোসিন বেশি উৎপন্ন হয়, যে হরমোন আমাদের শান্ত রাখতে সাহায্য করে৷

পড়ালেখায় সফল : জর্জিয়া ও কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গিয়েছে, মহিলারা বিজ্ঞান খুব ভালো বোঝে৷ আর বিশ্ববিদ্যালয়ের মাঝ পথে পড়ালেখা ছেড়ে দেওয়ার ক্ষেত্রে পুরুষের তালিকাটাই দীর্ঘ৷

রাস্তা চেনায় পারদর্শী : বিজ্ঞানীরা বলছেন, মহিলারা সংকেত, চিহ্ন এবং নির্দেশনা মনে রাখায় পারদর্শী৷ তাই তাদের পথ হারানোর ভয় যেমন থাকে না, তেমনি হারানো জিনিস খুঁজে পেতেও তাদের সময় লাগে না৷

স্মার্ট : ইন্টেলিজেন্স এক্সপার্ট বা বিশেষজ্ঞদের মতে, ইউরোপ, যুক্তরাষ্ট্র, কানাডা আর নিউজিল্যান্ডে বুদ্ধিমত্তা পরীক্ষায় মহিলারা পুরুষদের হারিয়ে দিয়েছে৷ মহিলাদের মস্তিষ্কের দ্রুত বিকাশ হয় বলেও জানিয়েছেন বিজ্ঞানীরা৷

সহ্যক্ষমতা বেশি : বেশি কিছু গবেষণায় প্রমাণিত যে পুরুষের চেয়ে মহিলাদের সহ্যশক্তি অনেক বেশি৷ প্রসববেদনা সহ্য করা যার অন্যতম প্রমাণ৷

গড় আয়ু বেশি : মহিলারা পুরুষদের তুলনায় দীর্ঘজীবী হন৷ এর সবচেয়ে বড় কারণ হৃদরোগ প্রতিরোধে তাদের অসামান্য ক্ষমতা৷ মহিলাদের হৃদরোগ হয় সাধারণত ৭০ থেকে ৮০ বছরে, যেখানে বেশিরভাগ পুরুষ ৫০ থেকে ৬০ বছর বয়সের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হয়৷

হিসেবি : হিসাব-নিকাশের ক্ষেত্রে পুরুষদের চেয়ে নারীরা অনেক এগিয়ে৷ তারা হিসাব রাখার ক্ষেত্রে, অর্থ বুঝে খরচ করার ব্যাপারে পুরুষদের চেয়ে অনেকটাই পারদর্শী৷

Related Posts

Leave a Reply