January 18, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular ব্যবসা ও প্রযুক্তি

অনলাইন শপিংয়ের ক্ষেত্রে এগুলো মেনে চললে আপনার টাকা বাঁচবে অনেকটাই  

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

যাঁরা অনলাইনে শপিং করছেন, তাঁদের উদ্দেশ্যে ওয়ালনাট অ্যাপের সহ-প্রতিষ্ঠাতা পতঞ্জলি সোমায়জি করেকটি পরামর্শ দিয়েছেন। কীভাবে অনলাইন শপিংয়ের সময়ে টাকা বাঁচাবেন, জেনে নিন-

১) প্রথমে ঠিক করে নিন আপনি কোন কোন জিনিস কিনতে চান। তারপর সেই একই জিনিসের দাম বিভিন্ন শপিং সাইট থেকে যাচাই করে নিন। দেখে নিন কোন সাইটে কত দামে পাচ্ছেন ওই একই জিনিস। তাহলেই আপনার একটা ধারণা তৈরি হয়ে যাবে।
২) প্রত্যেক শপিং সাইটেই সারাক্ষণ কোনও না কোনও ডিসকাউন্ট কিংবা স্পেশাল অফার চলতে থাকে। বা কখনও কখনও বিভিন্ন ব্যাঙ্কের সঙ্গে পার্টনারশিপে ছাড় পাওয়া যায়। সেদিকে নজর দিন। আর দারুণ ছাড়ে পছন্দের জিনিস কিনে ফেলুন।
৩) ক্যাশ অন ডেলিভারি অপশনের দিকে নজর রাখুন। নাহলে এমনও হতে পারে যে, আপনি পছন্দের জিনিস বেছে অর্ডার দিয়ে ফেললেন সঙ্গে কার্ড দিয়ে টাকাও মিটিয়ে দিলেন। কিন্তু জিনিস ডেলিভারিই হল না। এছাড়া, শিপিং চার্জের দিকেও নজর দিন।
৪) কোনও কিছু কেনার আগে অবশ্যই সেই জিনিসের রিভিউ পড়ে নিন। জেনে নিন প্রোডাক্টটি আগে যাঁরা কিনেছিলেন, তাঁদের কেমন লেগেছিল।

 

Related Posts

Leave a Reply