আজ যা নারীদের কাল ছিল পুরুষদের একান্ত আপন
এই সব জিনিস একেবারেই নারীরা ব্যবহার করেন। আজ হয়তো পুরুষরা এই সব জিনিস ব্যবহারের কথা শুনলে লজ্জায় লাল হয়ে যাবেন। কিন্তু গোড়ায় ব্যাপারটা ছিল তাদের জন্যই। জেনে নিন এমন কিছু প্রোডাক্টের কথা :
১. স্যানিটারি প্যাড : জিনিসটির উদ্ভব ফ্রান্সে। যুদ্ধে আহত সেনাদের রক্তপাত বন্ধ করতে এই ধরনের প্যাডের আবিষ্কার করেন নার্সরা।
২. হাই হিলের জুতো : প্রাচীন পারস্য দেশে যোদ্ধারা হাইহিলের জুতো পরতেন। কারণ ঘোড়ায় ওঠার পরে তাদের পা যাতে স্টিরাপে আটকে থাকে, তা নিশ্চিত করত জুতোর উঁচু হিল।
৩. গোলাপি রং : অষ্টাদশ শতাব্দী পর্যন্ত গোলাপি রংটি পুরুষদের জন্যই নির্ধারিত ছিল। লালের একটি অপভ্রংশ হিসেবে দেখা হত রংটিকে। লাল ছিল যুদ্ধের রং।
৪. কানের দুল : পারস্যের পারসেপোলিসে প্রথম দুলের ব্যবহার হত বলে শোনা যায়। এবং সেই দুল পরতেন পুরুষরা।
৫. থং : এইটিই সম্ভবত এই তালিকায় সবথেকে বড় চমক। পুরুষাঙ্গের রক্ষায় এই ধরনের অন্তর্বাস তৈরি করা হয়েছিল শুধুমাত্র পুরুষদের জন্যই। ল্যাঙোট থেকে এই ধরনের অন্তর্বাস এসেছিল।