January 18, 2025     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

করোনায় মৃত্যুর মিছিল বহনকারী আমেরিকার এই অদ্ভুত আইনগুলি চমকে দেবে 

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস : 
পৃথিবীতে আইনের প্রকারভেদ কত, তা বলা আসলে মুশকিল। বিভিন্ন দেশের আইন-কানুন বিভিন্ন রকম। আবার আইনের মধ্যে রয়েছে নানান রকমফের। দেশ ভেদে রয়েছে মজার ও অদ্ভূত আইনও। যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে যৌনতা নিয়ে রয়েছে এমন কিছু অদ্ভূত আইন।
আলাবামা : পরিবারের সদস্যকে বিয়ে করা আইন সিদ্ধ।

আরকানসাস : কাউকে নিজের দিকে আকর্ষন করা এবং কামুক দৃষ্টি নিয়ে কারো দিকে তাকানোর কারনে হতে পারে ৩০ দিনের জেল।

টেনেসি : বিদ্যালয়ের শিক্ষার্থীদের একে অপরের হাত ধরার অনুমতি নেই।

নিউইয়র্ক : বিবাহ বহির্ভূত যৌন সম্পর্ক বেআইনী।

মিশিগান : নিতম্বের অন্তর্বাস দেখা যায় এমনভাবে পোশাক পরা বেআইনী।

ওয়াশিংটন : আপনার গাড়িতে কোন যৌন কর্মীকে তার কর্মস্থলে পৌছে দিলে বাজেয়াপ্ত হতে পারে আপনার গাড়ি।

জর্জিয়া : যে কোল ধরনের যৌন খেলনা বেআইনী।

ক্যালিফোর্নিয়া : প্রশাসনের অনুমতি ছাড়া কোনো পুরুষের নারীর পোশাক পরিধান করার উপর রয়েছে নিষেধাজ্ঞা।

আলাস্কা : শহরের রাস্তায় হরিনের যৌন মিলন অবৈধ। যদি এরকম কিছু আপনার চোখে পড়ে তবে পুলিশকে ফোন দিলে তারা এসে গ্রেফতার করবে হরিন যুগলকে।

নেবরাস্কা : গনোরিয়ায় আক্রান্ত হলে আপনার জন্য বিয়ে করা বেআইনী এ রাজ্যে।

সাউথ ক্যারোলিনা : আপনি যদি কোন নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে তার সাথে ঘুমান তবে তাকে বিয়ে করা আপনার জন্য বাধ্যতামূলক।

আইওয়া : পাঁচ মিনিটের বেশিক্ষণ জনসম্মুখে চুমু খাওয়া অবৈধ।

ইন্ডিয়ানা : জনসম্মুখে পুরুষের কামুক দৃষ্টিভঙ্গি দেখানো বেআইনী।

Related Posts

Leave a Reply