January 18, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular ধর্ম

অঢেল সম্পত্তির মালিক হতে চলেছেন আপনারা !

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস :
জ্যোতিষশাস্ত্রে, শনিকে ন্যায় ও কর্মফলদাতা গ্রহ হিসেবে মনে করা হয়। প্রায় আড়াই বছর পর এক রাশি থেকে অন্য রাশিতে স্থান পরিবর্তন করে শনি। শনির রাশি পরিবর্তন ১২ রাশির জাতকদের উপরই বিরাট প্রভাব ফেলে। সেটি কারুর জন্য ইতিবাচক হতে পারে, আবার কারুর জন্য নেতিবাচকও হতে পারে। বর্তমানে শনি বিরাজ করছেন কুম্ভ রাশিতে। এবার সেখানেই উদয় হবে এই গ্রহের। শনি উদিত হওয়ার ফলে শশ মহাপুরুষ রাজযোগ গঠিত হবে।
এই রাজযোগ গঠনে একাধিক রাশির জাতকদের ভাগ্য খুলে যাবে। আর্থিক লাভ হবে এবং প্রতিটি কাজে সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে।
মিথুন রাশিতে শশ রাজ যোগের প্রভাব :
মিথুন রাশির জাতকদের জন্য শনির উদয় খুবই শুভ হবে। এই রাশির নবম ঘরে শশ রাজ যোগ তৈরি হচ্ছে। এই সময় ভাগ্যের সঙ্গ পাবেন। অর্থ লাভ হবে। কাজের জন্য আপনাকে দীর্ঘ যাত্রা করতে হতে পারে। সুখ-সমৃদ্ধি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ধর্মীয় কাজের প্রতি আগ্রহ বাড়বে। জুন মাসেই ভদ্র রাজযোগ, বুধের কৃপায় চাকরি ও ব্যবসায় সাফল্য ৩ রাশির!
সিংহ রাশিতে শশ রাজ যোগের প্রভাব :
শনির উদয় সিংহ রাশির জাতকদের জন্যও শুভ হবে। এই রাশির সপ্তম ঘরে শশ রাজ যোগ তৈরি হবে। এই সময় জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। যাঁরা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাঁদের ভালো লাভ হবে। পার্টনারের কাছ থেকে ভালো সহযোগিতা পাবেন। ক্যারিয়ারে সাফল্য আসবে।
কুম্ভ রাশিতে শশ রাজ যোগের প্রভাব : কুম্ভ রাশির লগ্ন ঘরে শশ রাজযোগ গঠিত হবে। এই সময় অর্থ উপার্জনের চমৎকার সুযোগ মিলবে। আপনার অপূর্ণ ইচ্ছা শীঘ্রই পূরণ হবে। ব্যবসায় ভালো সাফল্য আসবে। এই সময় নতুন চুক্তিও হতে পারে। এতে ভালো লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে।
এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Related Posts

Leave a Reply