মানুষের মাংস দিয়ে কিমা বানিয়ে বিক্রি করত এই দম্পত্তি, কিন্তু কেন ?
কলকাতা টাইমস :
সম্প্রতি রাশিয়ার পুলিশের হাতে ধরা পরে এক ক্যানিবাল ( মানুষখেকো) দম্পতি। রাশিয়ায় বসবাসকারী এই দম্পতি মোট তিরিশ জন মানুষকে মেরে, তাদের মাংস খেয়ে ফেলে। মানুষের মাংস এই দম্পতির ভীষণ প্রিয়। এই মানুষরূপী রাক্ষস দম্পত্তির এক প্রতিবেশীর দেওয়া তথ্য মতে, তারা জীবন্ত মানুষ মেরে, সেই মানুষের মাংস দিয়ে নানা রকম পিঠা বানিয়ে লোকাল রেস্টুরেন্টগুলোতে বিক্রি করতেন। বিভিন্ন রেস্টুরেন্টে এই দম্পত্তি রান্নার কাজ করতেন বলেও ধারণা করে তাদের প্রতিবেশীরা।
ক্যানিবাল নাতালিয়া বাকশিভার বয়স ৪২ বছর আর তার ৩৫ বছর বয়সী স্বামী মিত্রি বাকশিভ, দুই জন মিলে সেই ১৯৯৯ সাল থেকে মানুষের মাংস খাওয়ার নেশায় মেতে আছেন। তাদের ভবিষ্যৎ পরিকল্পনা ছিল মানুষের মাংস বিক্রি করেই বহু টাকা কামাবে।
ভিটালি ইয়াকুবেনকো নামের একজন রেস্টুরেন্টের মালিক বলেন, ‘২০১০ সালের দিকে নাতালিয়া বাকশিভার আমার রেস্টুরেন্টের বাবুর্চি হতে চেয়েছিল, সে খুব ভালো রান্নার কাজ জানে, এ কথাও আমাকে বলে। কিন্তু তখনই এই নারীকে দেখে আমার কাছে খানিকটা অস্বাভাবিক মনে হয়েছে। তাই তাকে আমি আমার রেস্টুরেন্টে কাজ দেইনি’।