‘R’ বলেই এরা ভীষণ আবেগপ্রবণ, কিন্তু …
কলকাতা টাইমস :
প্রচলতি একটি কথায় আছে যেমন নাম, তেমন কাম। হ্যাঁ কথা সত্য। নামের সাথে কাজেরও একটা সম্পর্ক থাকে। সম্পর্ক থাকে ব্যক্তিটি কেমন? নামের অধ্যক্ষর দিয়ে জানা যাবে এই নামের মানুষটি কেমন।
ধরুণ রাজু, রিমা, রিয়া, রবি এমন কতো নাম। আপনার পাড়ায়, অফিসে R দিয়ে নাম রয়েছে, এরকম একপিস-দু’পিস পাবেনই। কেমন হন সেইসব মানুষেরা যাদের নাম ‘R’ দিয়ে শুরু? আসুন তবে জেনে নিই ইংরেজি বর্ণমালার ‘R’ দিয়ে যাদের নাম শুরু তারা কেমন মানুষ?
১। R বোঝায় সম্ভাবনা।
২। যাদের নাম R দিয়ে শুরু, তারা সবকাজেই অত্যন্ত উতৎসাহী হন। আবার তাদের ধৈর্য-সহ্যও বেশ বেশি।
৩। এরা পরিশ্রমী, কোনও কিছু স্থির করলে তা পাওয়ার জন্য জানপ্রাণ লড়িয়ে দেন।
৪। এরা অপরের প্রতি সহমর্মী হন। ৫। তবে, মাঝেসাঝে এরা বেশ খিটখিটে।
৬। প্রচণ্ড আবেগপ্রবণ।
৭। আর এই কারণেই এরা অনেক সময় মেজাজ হারিয়ে ফেলেন।