January 19, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular বিনোদন

অভিনয় করতে এসে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন এরা 

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

মৃত্যুকে অস্বীকার করার সাধ্য আছে কার। আজ হোক কাল মৃত্যুকে বরণ করতেই হয়। তবে নিশ্চিত মৃত্যু হতে পারে জেনেও অনেকেই ঝুঁকি নিয়ে অনেক কাজ করে থাকেন। কেউ আরোহন করেন এভারেস্ট চূড়ায়, কেউবা পাড়ি দেন ইংলিশ চ্যানেল। তবে অভিনয় জগতেও এই মৃত্যু ঝুঁকি নিয়ে কাজ করতে হয় শিল্পীদের। দর্শকদের কাছে সিনেমার দৃশ্যকে জীবন্ত করতে নেন মৃত্যু ঝুঁকি। এমনকি মৃত্যুর সনদে অগ্রিম স্বাক্ষর দিয়েছিলেন অনেক শিল্পী। তাদের মধ্যে অনেকেই বেঁচে গেছেন, কুড়িয়েছেন খ্যাতি এবং যশ। চলুন জেনে নিই তাদের সম্পর্কে

১. জ্যাকি চ্যান : অভিনেতা, অ্যাকশন কোরিওগ্রাফার, মার্শাল আর্টিস্ট, চলচ্চিত্র প্রণেতা, চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্য লেখক এরকম হরেক রকমের গুণে অধিকার জ্যাকি চ্যান। ১৯৬১ সালে হংকংয়ে জন্মগ্রহণকারী এ অভিনেতা বেশিরভাগ দুঃসাহসিক দৃশ্যে নিজেই অভিনয় করেন । সেসব দৃশ্যে অভিনয় করতে গিয়ে এত বেশি আঘাত পেয়েছেন যে, তার শরীরের প্রায় সব অঙ্গ-প্রত্যঙ্গ ভেঙেছে। ‘আরমর অফ গড-২’ ছবিতে প্রায় ৬০ ফুট উঁচু থেকে লাফিয়ে পড়ার সময় উড়ন্ত হেলিকপ্টারের সঙ্গে ধাক্কা খেয়ে মাথায় মারাত্মক আঘাত পেয়ে বেশ কিছুদিন হাসপাতালে থাকতে হয়েছিল তাকে। এ ছাড়া মাথায় অস্ত্রোপচারও করতে হয়েছিল। বেঁচে গিয়ে আবারও ফিরেছেন অভিনয়ে।

২. জেনিফার লরেন্স : ‘হাঙ্গার গেমস’ ছবির শুটিংয়ে শ্বাস বন্ধ হয়ে প্রায় মরে যাচ্ছিলেন জেনিফার লরেন্স। একটি সুড়ঙ্গের ভেতর ধোঁয়া তৈরির যন্ত্র দিয়ে শুটিং হচ্ছিল। যান্ত্রিক ত্রুটির কারণে সুড়ঙ্গ ধোঁয়ায় ভরে যায়। শ্বাস বন্ধ হয়ে ভেতরে অচেতন হয়ে পড়েন এই মার্কিন অভিনেত্রী। উদ্ধারকর্মীরা লরেন্সকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে প্রাণে বেঁচে যান এ অভিনেত্রী।

৩. সিলভেস্টার স্ট্যালোন : ‘দ্য এক্সপেন্ডেবল’ ও ‘ফার্স্ট ব্লাড’ ছবিতে লাফিয়ে পড়ার দৃশ্যে অভিনয় করতে গিয়ে পাঁজর ভেঙে ফেলেছিলেন মার্কিন অভিনেতা সিলভেস্টার স্ট্যালোন। এ ছাড়া ‘রকি-৪’ ছবিতে কুস্তিগিরের চরিত্রে অভিনয় করতে গিয়ে বুকে বড় ধরনের আঘাত পান স্ট্যালোন। ওই ঘটনায় তার ফুসফুস ফুলে মৃত্যুর কাছাকাছি চলে গিয়েছিলেন তিনি।

৪. কেট উইন্সলেট :  ‘টাইটানিক’ ছবিতে জাহাজ ডুবে যাওয়ার দৃশ্যে অভিনয়ের সময় মারাত্মক আহত হয়েছিলেন কেট। ডুবে যাওয়ার সময় কেট এবং লিওনার্দো যখন ডেকের নিচে সরু জায়গা দিয়ে দৌড়াচ্ছিলেন সে সময় জলের তীব্র প্রবাহ তাদের বন্ধ গেটের দিকে আচড়ে পড়ে। সে সময় ভয়ে জ্ঞান হারিয়ে ফেলেন কেট।

৫. ড্যানিয়েল ক্রেইগ : ‘জেমস বন্ড’ সিরিজের ছবিতে অনেক দুঃসাহসিক দৃশ্যে অভিনয় করতে হয়। ড্যানিয়েল ক্রেইগও এমন অনেক ঝুঁকিপূর্ণ চরিত্রে অভিনয় করতে গিয়ে মৃত্যুর মুখোমুখি হয়েছেন। ‘ক্যাসিনো রয়েল’ ছবিতে স্টান্ট নিতে গিয়ে দুটি দাঁত পড়ে গিয়েছিল ক্রেইগের। এ ছাড়া ‘কোয়ান্টাম অব সলেস’ ছবিতে একটি মারধরের দৃশ্যে খুব জোরে ঘুষি লাগে মুখে। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিলে প্রাণে বেঁচে যান তিনি। পরে মুখে প্লাস্টিক সার্জারি করতে হয়েছিল ক্রেগকে।

৬. ব্র্যাড পিট : ডিটেক্টিভ থ্রিলার ছবি ‘সেভেন’-এ একটি মারধরের দৃশ্যে অভিনয় করতে গিয়ে মারাত্মক আহত হয়েছিলেন। ছবিতে কেভিন স্পেসিকে বৃষ্টির মধ্যে তাড়া করছিলেন ব্র্যাড। ওই সময় পা পিছলে গাড়ির জানালার কাঁচের ভেতর হাত ঢুকে যায়। প্রচুর রক্তক্ষরণে অচেতন হয়ে পড়েন পিট। দ্রুত হাসপাতালে নিলে সে সময় প্রাণে বেঁচে যান তিনি।

 

Related Posts

Leave a Reply