January 18, 2025     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

এক গল্ দাড়িতেই মজেছে তারা, তাহলে এই কারণ …

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস :
গে মেয়েদের কাছে স্বপ্নের পুরুষ মানেই ছিল টল, ডার্ক অ্যান্ড হ্যান্ডসাম। আর অবশ্যই ক্লিন সেভ! কিন্তু দিন পাল্টেছে। বান্ধবী, সঙ্গীনী অথবা স্ত্রী যেমনই চান না কেন, দেশের যুবসমাজ এখন মজেছে দাড়ি-গোঁফে! হ্যাঁ, নিজেকে ক্লিন সেভ রেখে আর ঝকঝকে, তকতকে, সুন্দর-সুন্দরভাবের পুরুষ হিসেবে দেখতে চাইছে না আজকের ভারতীয় পুরুষরা। আপনিও কি তাই? এখন গাল ভর্তি দাড়িরই জামানা। এর কারণ কী? এই প্রশ্নের উত্তরে অনেক বিশেষজ্ঞই বলেছেন, ‘আসলে একেকটা দশকে এক একটা স্টাইল ওঠে। মানুষ নিজেকে তেমনটাই দেখতে চায়। এই প্রজন্মে যাঁরা নতুন প্রজন্মের কাছে আদর্শ, তাঁরা বেশিরভাগই গালে দাড়ি রাখেন, তাই এমন।’ ঠিকই ইদানিং, বলিউড মুভির নায়করাই হন অথবা ক্রিকেটাররা, সবাই কিন্তু এক গাল দাড়ি রেখেই মেয়েদের মন জিতছেন। আপনি কোনটা করছেন? একদম ক্লিন সেভ নাকি এক গাল দাড়ি?

Related Posts

Leave a Reply