হীরে মোড়ানো ৭ কোটির ঘড়ি চোর কাড়লেও ভাগ্যবান তিনি …
সিগারেট কেনার জন্য প্যারিসের হোটেল থেকে বাইরে বের হয়ে চোরের কবলে পড়ে ৮ লাখ ৪০ ডলার (৭ কোটি ১১ লাখ ২৮ হাজার ২৬০ টাকা) মূল্যের একটি ঘড়ি খুইয়েছেন এক জাপানি। প্যারিসের পুলিশ বলছে, জাপানি ওই ব্যক্তি রাস্তায় বেরিয়ে আসতেই এক চোর তার হাত চেপে ধরে মূল্যবান ওই ঘড়িটি টান দিয়ে ছিনিয়ে দৌড়ে পালিয়ে যায়।
সোমবার রাতে ঘটনাটি ঘটে। ৩০ বছর বয়সী ওই ভূক্তভোগী ব্যক্তি প্যারিসের পাঁচ তারকা হোটেল ন্যাপোলিয়নের বাইরে বের হয়েছিলেন। পরে তিনি এক ব্যক্তির কাছে সিগারেট চান। সেই সময় ট্যুরবিলন ডায়মন্ড টুইস্টার নামে পরিচিত হীরের তৈরি বিরল এই ঘড়িটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় এক চোর।
তবে জাপানি ওই ব্যক্তি নিজেকে একটু বেশিই ভাগ্যবান মনে করতে পারেন। কারণ হিসেবে পুলিশ বলছে, ঘড়িটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার সময় একটি মোবাইল ফোন ফেলে রেখে গেছে চোর। পুলিশ এই ফোনের সূত্র ধরে তদন্ত করছে। সংঘবদ্ধ চক্র এ ধরনের চুরির ঘটনার সঙ্গে জড়িত কিনা সেটি জানতে গুরত্বের সঙ্গে তদন্ত এগিয়ে নিচ্ছে প্যারিস পুলিশ।