November 12, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular শারীরিক

ছোট্ট সোনাকে এই উপহার দেওয়ার আগে ভাবুন হাজারবার

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

ছোটো ছোটো বাচ্চা বা শিশুদেরকে উপহার হিসেবে খেলনা কিনে দিয়ে আনন্দ পান না এমন লোক খুঁজে পাওয়া দুষ্কর। এতে শিশুরাও বেশ খুশী হয়। খেলনা শিশুর মানসিক ও শারীরিক বিকাশে নিঃসন্দেহে ভূমিকা রাখে। তবে শিশুদেরকে খেলার আগে অবশ্যই ভাবা উচিত কয়েকবার। কারণ বয়সভেদে খেলনার ধরনেও পরিবর্তন জরুরি। তা না হলে উপকারের বদলে তাদের ক্ষতি হওয়ার ঝুঁকি রয়েছে।  তাই শিশুদের খেলনা কিনে দেয়ার আগে নিচের বিষয়গুলোর দিকে খেয়াল রাখুন :

১. খেলনা কেনার আগে প্রথমে এর লেবেল দেখে নিন। কারণ লেবেলে বয়স, উপযোগিতাসহ নানা বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য থাকে।

২.শিশুদের খেলনা যাতে শিশুদের মুখের চেয়ে বড় হয় সেদিকে খেয়াল। কারণ শিশুরা সহজেই খেলনা মুখে দেয়।

৩.তারস্বরে আওয়াজ হয় এমন খেলনা কেনা যাবে না এতে শিশুর শ্রবণের সমস্যা হতে পারে।

৪.শূন্যে বস্তু ছুড়ে দেয় এমন কোনো খেলনা ছোটদের দেওয়া ঠিক নয়। কারণ চোখে লেগে বা গলায় আটকে যেতে পারে।

৫.কাপড়ের তৈরি খেলনা ঠিকভাবে সেলাই বা শক্তপোক্ত আছে কিনা তা দেখতে হবে।

৬.প্লাস্টিকের খেলনা হলে টেনেটুনে দেখে নিন, কোনো অংশ ভেঙ্গে পড়ছে কিনা।

৭. টক্সিক পদার্থ রয়েছে এমন খেলনা এড়িয়ে লেবেলে ননটক্সিক লেখা আছে কিনা দেখতে হবে।

৮.শিশুর বয়স বারো না হওয়া পর্যন্ত তাদের হবি কিট বা কেমিস্ট্রি সেট দেওয়া যাবে না।

৯.ইলেকট্রিক খেলনার লেবেলে ইউএল অ্যাপ্রুভড লেখা আছে কিনা দেখে নিতে হবে।

১০.দোলনায় ঝোলানোর খেলনা থেকে লম্বা দড়ি বা তার যেন ঝোলে না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে।

Related Posts

Leave a Reply