বাচ্চাকে ৩/৪ বছরে স্কুলে দেবেন ভাবছেন, আগে অবশই পড়ুন এই পোস্টটি!
যারা বাচ্চাকে ৩/৪ বছরে স্কুলে দেবেন ভাবছেন, তাদের জন্য খুবই জরুরী এই পোস্টটি! আমাদের দেশের স্কুল মানেই একেবারে সিরিয়াস লেখাপড়া। আর আপনারা এখন খেলার ছলে শিখাচ্ছেন তাই শিখছে। স্কুল মানেই নানান সাবজেক্ট। যেগুলার ডেইলি হোম ওয়ার্ক থাকবে। ডেইলি স্কুলে লেখাবে ।এরপর কিছুদিন পরপর পরীক্ষা!! এরপর বাচ্চাদের স্কুলের এবং পড়ালেখার প্রতি এক ধরনের অনিহা চলে আসে।
এরপর বাচ্চা যখন অনিহা দেখাবে তখন শুরু করবেন মারামারি!! আবার স্কুলও শুরু কবে বাচ্চার রেজাল্ট ভালো হচ্ছে না এই সব কথাবার্তা।
এরপর মা হতাশ,বাবা,হতাশ,বাচ্চা আরো হতাশ।এই থেকে তৈরি হয় মানসিক ভয়।মা বাবার মধ্যে অস্থিরতা।
ভালো হয় যদি তাকে ৬ বছর এর আগে বাচ্চাকে স্কুলে না দেন । তার আগে বাড়িতেই শেখান সবার প্রথমে A,B,C,D শেখাবেন। কারন বাংলার চেয়ে ইংরেজি সহজে শেখে ।এরপর ১,২,৩ শেখান । বাচ্চা যখন ৩ লিখতে শিখবে,তখন সে অ,আ, আর ই শিখবে। ২ থেকে ই, আর ৩ থেকে অ, আ লিখতে শিখবে। এরপর 1.2.3 এইভাবে শেখাবেন।
৫ বছর আপনি ঘরে রেখে শেখানোটা উত্তম। এরপর তাকে নার্সারি তে দিয়ে দিবেন। তাহলে সে তাল মিলাতে পারবে ।
প্লিজ এই ছোট বাচ্চাদের উপর অত্যাচার করবেন না পড়ার জন্য। কারণ তার ছোট্ট মনে যদি একবার বিরূপ মনোভাব চলে আসে তাহলে সে আর কিছুতেই বাদী অব স্কুল দুটোকেই মেনে নিতে চাইবে না।