তান্ত্রিক তৃতীয় স্ত্রী বুশরা মানেকার কালা জাদুতেই প্রধানমন্ত্রীর কুর্সিতে ইমরান!

কলকাতা টাইমসঃ
পাকিস্তানের নবনির্বাচিত প্রধানমন্ত্রী ইমরান খানকে নিয়ে আলোচনা যেন থামছেই না। পাকিস্তানি বংশোদ্ভূত বিশিষ্ট লেখক তারেক ফাতাহ সম্প্রতি ইমরানের প্রধানমন্ত্রী হওয়ার পেছনে অদ্ভুত এক কারনের কথা উল্লেখ করেছেন। শুধু তাই নয়, এই বিষয়ে একটি টিভি চ্যানেলে রীতিমতো সাক্ষাৎকারও দিয়েছেন তারেক ফাতাহ।
তারেক ফাতাহ বলছেন, ইমরান খানের হাতে কোনো ক্ষমতা নেই। বরং তা রয়েছে তার তৃতীয় স্ত্রী বিবি বুশরা মনেকার হাতে। এমনকি ইমরান খান পাঠান বংশের মানুষ নয় বলেও তিনি মন্তব্য করেছেন। সম্প্রতি ওই টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাতকারে তারেক ফাতাহ ইমরান খানকে আক্রমন করে বলেন, ইমরানের হাতে কোনো ক্ষমতা নেই। আসল ক্ষমতা রয়েছ তার তান্ত্রিক তৃতীয় স্ত্রী বুশরা মানেকার হাতে। বুশরা ব্ল্যাক ম্যাজিশিয়ান বা তান্ত্রিক বলেও দাবি করেন তিনি।
ইমরান খানের পাকিস্তানি ক্রিকেট দলে স্থান পাওয়া নিয়েও মন্তব্য করেছেন ফাতাহ। তিনি বলেছেন, ইমরান নিজের যোগ্যতায় দলে জায়গা পায়নি। বরং জেনারেল নিয়াজির সুপারিশেই তিনি দলে স্থান পান। ইমরান খানকে নিয়ে সেই বিস্ফোরক মন্তব্যের পর অনেকেই বেশ চমৎকৃত হয়েছেন। অপেক্ষায় রয়েছেন ইমরানের জবাবের।