November 12, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

৯০০ বছর আগেও ছিল কানের দুলের বাহার

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

সরায়েলে ক্রুসেড গণহত্যার জায়গায় দুর্লভ স্বর্ণমুদ্রা এবং ৯০০ বছরের পুরনো সোনার কানের দুল উদ্ধার করেছেন দেশটির প্রত্নতাত্ত্বিকরা। চলতি সপ্তাহের শুরুর দিকে আবিষ্কারের ঘোষণা দিয়ে কর্মকর্তারা জানান, ইসরায়েল উপকূলের প্রাচীন শহর সিজারিতে এগুলো পাওয়া গেছে। ৯০০ বছরের পুরনো একটি ঘরে দুটি পাথরের খাঁজে লুকানো একটি ব্রোঞ্জের পাত্রে ২৪টি স্বর্ণমুদ্রা ও কানের দুলটি পাওয়া যায়।

এক বিবৃতিতে ইসরায়েল অ্যান্টিকুইটিস কর্তৃপক্ষের খনন পরিচালক ড. পিটার গেন্ডেলম্যান ও মোহাম্মদ হাতার বলেন, ‘মুদ্রাগুলো ১১ শতকের শেষ দিকের।  ১১০১ সালে ক্রুসেডের সময়কার অর্থ-ভাণ্ডারের সঙ্গে এর একটি সম্পর্ক রয়েছে বলে মনে হয়।

সমসাময়িক সূত্রগুলো উদ্ধৃত করে বিশেষজ্ঞরা উল্লেখ করেন, জেরুজালেমের রাজা ব্যালডুইন প্রথম নেতৃত্বে ক্রুসেডার সেনাবাহিনী বেশিরভাগ ক্যাসেরিয়ার অধিবাসীদের হত্যা করে। বিবৃতিতে বলা হয়, ‘স্বর্ণমুদ্রাগুলোর মালিক ও তার পরিবারের সদস্যরা গণহত্যার শিকার হয়েছিল অথবা ক্রীতদাস হিসেবে তাদেরকে বিক্রি করা হয়েছিল বলে মনে করা হচ্ছে।’

Related Posts

Leave a Reply