February 23, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular বিনোদন

বিচ্ছেদের যন্ত্রনা ভুলতে ২০৩ কোটির বাড়ি কিনলেন এই অভিনেত্রী

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস : 

বিচ্ছেদের আবেদনের পরই ব্র্যাড পিটের বাড়ি ছেড়ে ভাড়া বাড়িতে উঠেছিলেন অ্যাঞ্জেলিনা জোলি। তখন থেকেই মনের মতো বাড়ি খুঁজছিলেন। লস অ্যাঞ্জেলেস, নাকি লন্ডনে থিতু হবেন তা নিয়ে দ্বিধায় ছিলেন অনেক দিন। অবশেষে ঠিক করেছেন, থাকবেন যুক্তরাষ্ট্রেই। লস অ্যাঞ্জেলেসে এর মধ্যে বাড়িও কিনে ফেলেছেন। দাম দুই কোটি ৫০ লাখ ডলার [প্রায় ২০৩ কোটি টাকা]! সাড়ে সাত হাজার বর্গফুটের বাড়িটিতে আছে ছয়টি বেডরুম, দশটি বাথরুম। পুরো কমপ্লেক্সের আয়তন দুই একরেরও বেশি। মূল বাড়ি ছাড়াও সেখানে আছে সুইমিং পুল, জিমনেসিয়াম, স্টুডিও, গোলাপবাগান ইত্যাদি। জানা গেছে, শিগগিরই ছয় ছেলে-মেয়ে নিয়ে নতুন বাড়িতে উঠবেন অভিনেত্রী। সেখানে উঠলে জোলির নতুন প্রতিবেশী হবেন নাটালি পোর্টম্যান, কেসি অ্যাফ্লেকরা।

তবে জোলির কেনা বাড়িটি বরাবরই ছিল তারকার দখলে। লস অ্যাঞ্জেলেসে এই বাড়িটি বিখ্যাত হয় নির্মাতা সিসিল বি ডেমিলের কল্যাণে। ১৯৫৯ সালে মৃত্যুর আগ পর্যন্ত এ বাড়িতেই থাকতেন ‘বেন-হার’ পরিচালক।

Related Posts

Leave a Reply