নাচের জন্য ‘শাকিরাকে বাড়ি ডাকতেও’ ভোলেননি জাহ্নবী
পড়াশোনা করতে কখনোই ভালো লাগেনি জাহ্নবী কাপুরের। স্কুলে যাওয়া মোটেই পছন্দ করতেন না। বাবা বনি কাপুরের বেড়ানোর খুব শখ। তাই মা-বাবার সঙ্গে হামেশাই উড়ে যেতেন নানান দেশে। ফিল্মি জগতের আবহে জাহ্নবী থাকতে পছন্দ করেন। লাইট, ক্যামেরা, অ্যাকশন—এই শব্দগুলো ভালোবাসেন।
জাহ্নবী পপ তারকা শাকিরার বড় ভক্ত। ছোটবেলা থেকেই শাকিরার নাচ নকল করতেন। এ প্রসঙ্গে ছোটবেলার এক স্মৃতি তুলে ধরেন জাহ্নবী। বললেন, ‘ছোটবেলায় মোটা ছিলাম বলে স্কুলে নাচের অনুষ্ঠানে আমাকে নেওয়া হয়নি। আমি স্টেজের পেছনে শাকিরাকে নকল করে নাচতে শুরু করি। সবাই অবাক হয়ে আমার নাচ দেখেছে। সেদিন তাঁদের বলেছিলাম, মা-বাবা আমাকে নাচ শেখানোর জন্য শাকিরাকে বাড়িতে নিয়ে এসেছেন। পরে স্কুল থেকে মাকে ফোন করে। জানতে চায়, শাকিরা সত্যি সত্যি আমাকে নাচ শেখাতে এসেছিলেন কি না। মা শুনে অবাক। পরে মা আমাকে খুব বকা দিয়েছিলেন।’
জাহ্নবী জানান, তিনি ছোটবেলা থেকে নাচতে ভীষণ পছন্দ করতেন। আর এ ক্ষেত্রে সব সময় মাকে অনুকরণ করেছেন। জাহ্নবী তাঁর আসন্ন ছবি ‘ধড়ক’-এর ‘ঝিংগাট’ গানের সঙ্গে নাচ খুব উপভোগ করেছেন। বললেন, ‘“ঝিংগাট” গানের সঙ্গে নাচ খুব উপভোগ করেছি। আর নাচের সময় এতটা বিভোর থাকতাম যে ভুল করে গানের সঙ্গে ঠোঁট মেলাতাম। ফারহা খান আমাকে গানের সঙ্গে ঠোঁট মেলাতে বারণ করতেন। কারণ গানটা ছিল ছেলেদের গাওয়া।’
শশাঙ্ক খৈতান পরিচালিত ‘ধড়ক’ ছবিটি ২০ জুলাই মুক্তি পাবে। করণ জোহর প্রযোজিত এই ছবিতে জাহ্নবীর বিপরীতে আছেন ঈশান খাট্টার।