November 22, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular শারীরিক

গর্ভাবস্থার ১৫ বছর পর জন্ম হল এই ‘বেবি’র!

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস :
এই পৃথিবীতে কতো রকমের অদ্ভুত ঘটনা ঘটে। ‘স্টোন বেবি’ জন্ম তেমনই একটি ঘটনা। ভারতে মহারাষ্ট্রের নাগপুরে ‘স্টোন বেবি’র জন্মের ঘটনা প্রকাশ্যে আসায় এক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ ১০ মাস ১০ দিন নয়, টানা ১৫ বছর গর্ভাবস্থার পর জন্ম হয় এই ‘স্টোন বেবি’র!জানা যায, ভারতের নাগপুরের এক মহিলার বিয়ে হয়েছিল ১৯৯৯ সালে। ২০০০ সালে প্রথম সন্তান হয়। ২০০২ সালে ফের গর্ভবতী হন, তবে তিনি গর্ভপাত করিয়েছিলেন। কিন্তু সেই গর্ভপাত ঠিক না হওয়ায় কিছু অংশ রয়ে গিয়েছিল মহিলার পেটে, যা পরে ‘স্টোন বেবি’র আকার ধারণ করে।

‘স্টোন বেবি’র গর্ভধারণ নিয়ে ওই মহিলা নিজেও কিছু জানতেন না৷ ১৫ বছর ধরে এই শিশু তার গর্ভেই ছিল৷ তবে এর জন্য তার মাঝে মাঝে পেটে ব্যথা হত। তিনি তা অ্যাসিডিটি মনে করে অগ্রাহ্য করে গিয়েছিলেন বছরের পর বছর৷ একের পর এক ওষুধও খেয়েছেন তিনি কিন্তু কোনো লাভ হয়নি৷ ব্যথা বৃদ্ধি পেতে থাকলে অবশেষে তিনি নাগপুরেই চিকিৎসকের কাছে যান।

সিটি স্ক্যান করে জানতে পারেন পাথরের মতো কোনো একটি বস্তু রয়েছে তার পেটে৷ ল্যাপ্রোস্কপির পর বিষয়টি আরো স্পষ্ট হয়ে যায়৷ অপারেশনের মাধ্যমে পেট থেকে শিশুটিকে বের করা হয়, তবে সে আর রক্ত-মাংসের ছিল না, ছিল সম্পূর্ণ পাথরের৷ মেডিক্যাল টার্ম অনুযায়ী যাকে বলা হয়ে থাকে ‘স্টোন বেবি’৷

Related Posts

Leave a Reply