January 19, 2025     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

সেলফির জন্য এই পাগলামো সুন্দরীর? জানলে চমকে উঠবে !

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

০০০ ফিট ওপর থেকে ঝুলছেন তিনি। অবলম্বন বলতে শুধুমাত্র ক্রু মেম্বারের একটি হাত। শরীরে নেই কোনও নিরাপত্তার সরঞ্জাম। কারণ তার চাই পারফেক্ট ফটো। পেশাদারিত্ব হয়তো একেই বলে। বিপদের ঝুঁকি নিয়ে এই কাজটি যিনি করলেন তাঁর নাম ভিক্টোরিয়া ওডিন্টকোভা। বয়স মাত্র ২৩ ৷ মডেল হিসেবে এমনিতেই তার সুখ্যাতি রয়েছে ৷ এবার রাতারাতি সেলিব্রিটি তিনি ৷ শুধুমাত্র একটা ছবি তুলেই ৷

ভিক্টোরিয়া ওরফে ভিকি চেয়েছিলেন একটা ‘ডেয়ারডেভিল’ ছবি তুলতে ৷ তার জন্য দুবাইয়ের এই বহুতলকেই বেছে নিয়েছিলেন তিনি ৷ কিন্তু চোখের নিমেষে তিনি যে কাণ্ডটা করলেন, তা না দেখলে বিশ্বাসই হবে না !

ভিডিওতে দেখা যাচ্ছে, ভিকি প্রথমে ক্রু মেম্বারের হাত ধরে বহুতল থেকে নিজের পিছনে ঝুঁকে গেলেন। তারপর আস্তে আস্তে কার্নিশ থেকে পা নামিয়ে ঝুলতে শুরু করলেন। অবলম্বন বলতে শুধুমাত্র ওই ক্রু মেম্বারের হাতই। ১০০৪ ফুট থেকে নীচে পড়লে বাঁচার যে কোনও সম্ভাবনাই নেই, তা বলাই বাহুল্য ৷ কিন্তু তার মধ্যেই ভিকি করে ফেললেন এই দুঃসাহসিক ফটোশ্যুট ৷

তবে এই কাজ করে যথেষ্ট সমালোচনার মুখেও পড়তে হয়েছে এই রাশিয়ান মডেলকে ৷ সোশ্যাল মিডিয়ায় এই ছবি ভাইরাল হওয়ার পরেই উঠেছে প্রশ্নও ৷ জীবনের ঝুঁকি নিয়ে কীভাবে এমন দুঃসাহসিক কাজ করে মানুষ ৷ তাও আবার শুধু একটা সেলফি বা ছবির জন্য ! রাশিয়ান মডেলের এই স্টান্ট দেখে সবারই চোখ কপালে উঠেছে, কারণ ১০০০ ফিট উচ্চতার ওই বহুতল থেকে ঝাঁপিয়ে পড়ে ওই সেলফি নেওয়ার সময় নিজের সিকিউরিটি নিয়ে কোনও তোয়াক্কাও করেননি তিনি ৷

দুবাইয়ের এই টাওয়ার থেকে অনেক স্টান্টই দেখানো হয়েছে এর আগে ৷ কিন্তু সেগুলি করার আগে নিজের নিরাপত্তা ব্যবস্থাও সুনিশ্চিত করতে হয় ৷ কিন্তু এই মডেল কীভাবে সবার চোখ এড়িয়ে কোনও পূর্ব সতর্কতা ছাড়াই এমন কাজ করলেন ? তা নিয়েই এখন প্রশ্ন উঠেছে ৷ রাশিয়ার এই মডেল জীবনের ঝুঁকি নিয়ে এই কাজ করলেও তাঁর বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

Related Posts

Leave a Reply