November 22, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular ব্যবসা ও প্রযুক্তি

স্কুলব্যাগ থেকে বের করেই  ব্যবহার করতে পারবেন এই বাইক 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

মোটরসাইকেল পার্কিং সমস্যা বা চুরির ভয় আর করতে হবে না। সাধের বাইকটি সহজেই পিঠের স্কুল ব্যাগে ভরে রাখতে পারবেন। প্রয়োজন মতো বের করে ভাঁজ খুলে স্টার্ট দিয়ে নির্বিঘ্নে চলবেন এই যানজটের নগরীতে।

এ বাইকটি স্কুলের ছাত্ররাও অনায়াসেই বহন করতে পারবে। ভাঁজ করা যায়, এমন বাইক উদ্ভাবন কিন্তু অনেক আগেই হয়েছে। কিন্তু এবার একেবারে ভাঁজ করে স্কুলব্যাগে ‍ভরে রাখা যাবে এমন বাইকে এ-ই প্রথম।

বৈশিষ্ট্যের সঙ্গে সামঞ্জস্য রেখে এই অভিনব বাইকটির নামও দেয়া হয়েছে ‘ইমপসিবল’। এটি আর পাঁচটা সাধারণ বাইকের থেকে একেবারেই আলাদা। সিটটি এমন ভাবে তৈরি করা হয়েছে, যেকোনো ওজনের মানুষ বসতে পারবে। সিট আর হ্যান্ডেল একই উচ্চতায় রাখা হয়েছে। ফলে আরোহীর ওজন দুটি চাকাই সমানভাবে বহন করবে।

ব্যাগ প্যাক বা স্কুল ব্যাগে বহন করতে যাতে কষ্ট না হয়, সেজন্য কার্বন ফাইবার দিয়ে তৈরি করা হয়েছে বাইকটির কাঠামো।

তবে এ বাইটি কারণ এটি ব্যাটারিচালিত। ভাবছেন এর গতি প্রত্যাশিত হবে না! ইমপসিবল এর গতি প্রতি ঘণ্টায় ১৯ কিলোমিটার। ব্যাটারি ফুল চার্জ থাকলে গড়ে ঘণ্টায় ২৫ কিলোমিটার। বাংলাদেশের জন্য খুব বেশি গতি নয় নিশ্চয়ই। এটি ভারতের বাজারে খুব শিগগিরই আসছে।

Related Posts

Leave a Reply