January 19, 2025     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular ব্যবসা ও প্রযুক্তি

কোনো পরিস্থিতিতেই ডুবে যাবে না এই নৌকো 

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

‘থান্ডার চাইল্ড’ নামের একটি নৌকা তৈরি করেছে আয়ারল্যান্ড-এর সেফহেভেন ম্যারিন নামক একটি নৌকা নির্মাতা কোম্পানি। প্রতিষ্ঠানটির দাবি, নৌকাটি কখনোই ডুববে না। জানা যায়, এক্সএসভি-১৭ নামের ওই নৌকাটি বিরূপ আবহাওয়া কিংবা সাগরের উত্তাল ঢেউ কোন কিছু কাছেই হার মানবে না।

এ ব্যাপারে নির্মাতা প্রতিষ্ঠানের দাবি, কোনো অবস্থাতেই এই নৌকাটি ডোবা সম্ভব নয়। এই নৌকাটি আইরিশ নেভিকে স্বয়ংসম্পূর্ণ করবে বলে মত তাদের। নৌকাটিতে বসার জায়গা রয়েছে ১০ জনের। এক হাজার হর্সপাওয়ার ক্ষমতার দুইটি ইঞ্জিন আছে এতে।

নৌকাটি না ডুবার কারণ হিসেবে নির্মাতা প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর ফ্রাঙ্ক কোয়ালস্কি বলেন, এই বোটটি তিনটি বিষয় মাথায় রেখে বানানো হয়েছে। আর তা হলো- অত্যন্ত স্বল্পমাত্রার অভিকর্ষ কেন্দ্র, কেবিনের হালকা ওজন এবং সম্পূর্ণ ওয়াটারপ্রুফ। তিনি আরও বলেন, নৌকাটির ভেতরে অবশ্যই প্রচুর পরিমাণে বাতাস ভরা থাকতে হবে। কেননা এই বাতাসই জলে নৌকাটির ডুবে যাবার ঘটনাটি রুখবে।

 

Related Posts

Leave a Reply