এই মস্তিষ্ক পরীক্ষাই বলে দেবে শিশু বড় হয়ে অপরাধী হবে!
[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস :
মাত্র তিন বছর বয়সে কোনো শিশুর মস্তিষ্ক পরীক্ষা করে বলে দেওয়া যাবে সে বড় হয়ে অপরাধী হবে কিনা। ৩৫ বছরের এক গবেষণায় এমনটাই প্রমাণিত হয়েছে।
লন্ডনের কিংস কলেজের বিজ্ঞানীরা বিশ্বাস করেন সমাজ চাইলে এই শিশুদেরকে ভালো হওয়ার সুযোগ দিতে পারে। ১০০০ মানুষকে তাদের ৩৮ বছর বয়স পর্যন্ত পর্যবেক্ষণের পর এই সিদ্ধান্ত দেন বিজ্ঞানীরা।
বিজ্ঞানীরা গবেষণায় দেখতে পান তিন বছর বয়সে মাত্র ৪৫ মিনিটের “মস্তিষ্ক স্বাস্থ্য” পরীক্ষার মাধ্যমে বলে দেওয়া সম্ভব কোনো শিশু প্রাপ্তবয়স্ক হয়ে কেমন হবে।
লন্ডন বিশ্ববিদ্যালয়ের সামাজিক বংশগতি এবং উন্নয়নমুলক মনোরোগ বিদ্যা বিভাগের অধ্যাপক অ্যাভশালম ক্যাসপি বলেন, “শিশুদের জীবনের সুচনার সঙ্গে তারা কোথায় গিয়ে জীবন শেষ করবে তার একটা সত্যিকার শক্তিশালি সংযোগ রয়েছে।”
অধ্যাপক ক্যাসপি জার্নাল ন্যাচার হিউম্যান বিহেভিওরে আরো লিখেছেন, “এই গবেষণার উদ্দেশ্য এটা নয় যে, এ থেকে প্রাপ্ত তথ্য শিশুদের জীবনকে আরো জটিল করে তোলার জন্য ব্যবহৃত হবে।”
“বলতে হবে যে, এই শিশুদের- সব শিশুদেরই- প্রচুর পরিমাণ সম্পদের উৎস দরকার। আর তাদেরকে সহায়তা করার মাধ্যমে বিনিয়োগ থেকে একটি অসাধারণ লাভ তুলে আনা যাবে, যখন তারা বড় হবে।”
মস্তিষ্ক স্বাস্থ্য নির্ধারিত হয়, বুদ্ধিমত্তা, ধারণক্ষম ভাষা এবং মোটর দক্ষতা মূল্যায়ন করে।
লন্ডনের কিংস কলেজের বিজ্ঞানীরা বিশ্বাস করেন সমাজ চাইলে এই শিশুদেরকে ভালো হওয়ার সুযোগ দিতে পারে। ১০০০ মানুষকে তাদের ৩৮ বছর বয়স পর্যন্ত পর্যবেক্ষণের পর এই সিদ্ধান্ত দেন বিজ্ঞানীরা।
বিজ্ঞানীরা গবেষণায় দেখতে পান তিন বছর বয়সে মাত্র ৪৫ মিনিটের “মস্তিষ্ক স্বাস্থ্য” পরীক্ষার মাধ্যমে বলে দেওয়া সম্ভব কোনো শিশু প্রাপ্তবয়স্ক হয়ে কেমন হবে।
লন্ডন বিশ্ববিদ্যালয়ের সামাজিক বংশগতি এবং উন্নয়নমুলক মনোরোগ বিদ্যা বিভাগের অধ্যাপক অ্যাভশালম ক্যাসপি বলেন, “শিশুদের জীবনের সুচনার সঙ্গে তারা কোথায় গিয়ে জীবন শেষ করবে তার একটা সত্যিকার শক্তিশালি সংযোগ রয়েছে।”
অধ্যাপক ক্যাসপি জার্নাল ন্যাচার হিউম্যান বিহেভিওরে আরো লিখেছেন, “এই গবেষণার উদ্দেশ্য এটা নয় যে, এ থেকে প্রাপ্ত তথ্য শিশুদের জীবনকে আরো জটিল করে তোলার জন্য ব্যবহৃত হবে।”
“বলতে হবে যে, এই শিশুদের- সব শিশুদেরই- প্রচুর পরিমাণ সম্পদের উৎস দরকার। আর তাদেরকে সহায়তা করার মাধ্যমে বিনিয়োগ থেকে একটি অসাধারণ লাভ তুলে আনা যাবে, যখন তারা বড় হবে।”
মস্তিষ্ক স্বাস্থ্য নির্ধারিত হয়, বুদ্ধিমত্তা, ধারণক্ষম ভাষা এবং মোটর দক্ষতা মূল্যায়ন করে।