‘দুঃস্বপ্ন’ থেকে মুক্তি দেবে এই ‘ক্যাপসুল’
কলকাতা টাইমস :
প্রথমেই জানিয়ে রাখা ভাল, এই ‘ভেষজ-বটিকা’ এসেছে আমেরিকায়। সেখানে একটি অনলাইন শপিং-এর সাইটে পাওয়া যাচ্ছে। দাম ২১ ডলার। বলা হচ্ছে, এই ভেষজ বটিকা ব্যবহার করলে দুঃস্বপ্ন পালাতে বাধ্য। লাল এবং নীল রঙের এই ক্যাপসুলগুলির যারা তৈরি করেছে, সেই সংস্থার দাবি, এমন জিনিস এর আগে আসেনি।
নীল ক্যাপসুল এন্টি-ডিপ্রেশনের কাজ করবে। আর লাল ক্যাপসুলে কাজ হবে মস্তিষ্কের পুষ্টির, যা চিন্তা এবং কল্পনাকে যুক্তির জালে বাঁধার চেষ্টা করবে। সোজা কথায়, স্বপ্নের উপরে রাশ টানবে এই ক্যাপসুল।