এই গাড়ি কিনা ভরে রাখা যাবে হাত ব্যাগেই
কলকাতা টাইমস :
এবার জাপানিনা আবিস্কার করলেন ব্যাগে বহনযোগ্য গাড়ি। গাড়িটি ট্যাবলেট কম্পিউটারের আকৃতিতে হওয়ায় সহজেই বহনযোগ্য এবং ব্যবহারও সহজ। গাড়িটি আবিস্কার করেছে জাপানের এক ইঞ্জিনিয়ার । এটি ১২০ কেজি ওজন বহন করতে পারবে। ঝাঁকুনি থেকেও মুক্ত রাখার ক্ষমতা রয়েছে এ গাড়িটির।
শতাধিক কেজি বহনের ক্ষমতা সম্পন্ন এ গাড়িটির নাম দেওয়া হয়েছে ‘দ্য ওয়াক কার’। ওয়াক কার প্রতি ঘন্টায় ১০ কিলোমিটার অতিক্রম করতে পারে। দ্য ওয়াক কারের আবিষ্কারক কোনাইয়াকি সাতু বলেন, গাড়িটি মূলত বিনোদনের জন্য তৈরি করা হয়েছে। তবে বাণিজ্যিকভাবেও তা ব্যবহার করা হবে। সাতু আরো জানান, বিশ্ববাসী জানুক জাপানের উদ্ভাবনী ক্ষমতা কত। জনাকীর্ণ স্থানে নিরাপদে এ কারের মাধ্যমে সহজে যাতায়াত করা যাবে। প্রাথমিকভাবে কম সংখ্যক গাড়ি উৎপাদন করা হবে তবে দ্য ওয়াক কারের ছাড়পত্র ও গেজেট প্রকাশের পরে ব্যাপকভাবে উৎপাদন করা হবে বলে সাতু জানান।