February 23, 2025     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

মুহূর্তের জন্য থমকে যায় এই শহর, কারণ জানলে শ্রদ্ধা জানাবেন আপনিও

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

প্রতি বছর, একটি দিন। এক মিনিটের জন্য পুরো শহর থমকে দাঁড়ায়।পথ-ঘাট, অফিস-আদালত, গাড়ি-বাড়ি যে যেখানেই থাকুক না কেন, ওই একটি মিনিট কেউ কোন নড়াচড়া করেন না। কেন? কারণটা শুনলে আপনিও চমকে উঠবেন।

প্রতি বছর ১ অগষ্ট পোল্যান্ডের রাজধানী ওয়ারশ-তে এমনই অবাক করে দেওয়া ঘটনা ঘটে। এমন আচরণের কারণটি অবশ্য ঐতিহাসিক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে ১৯৪৪ সালে জার্মান বাহিনী বা নাৎসি সেনাদের হাত থেকে ওয়ারশ শহরকে দখলমুক্ত করতে ৪৪ দিন ধরেই লড়াই চালিয়েছিল পোলিশ বাহিনী। প্রায় দু’লক্ষ প্রাণের বিনিময়ে দখলমুক্ত হয়েছিল ওয়ারশ। শুধু তাই নয়, যুদ্ধবিধ্বস্ত শহরটি কার্যত ধ্বংস হয়ে গিয়েছিল।

দখলমুক্ত হওয়ার পরে বহু বছরের চেষ্টায় ফের নতুন করে সেজে উঠেছে ওয়ারশ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলার সময়ে প্রিয় শহরকে নাৎসি দখলমুক্ত করতে যারা প্রাণ দিয়েছিলেন, তাদেরকে প্রতিবছর ১ অগষ্ট এভাবেই স্মরণ করে ওয়ারশ।

Related Posts

Leave a Reply