বিশ্বের সবচেয়ে বেশি সারোগেট মাদারের দেখা মেলে এই দেশে
কলকাতা টাইমসঃ
বর্তমান বিশ্বে ‘শিশু উৎপাদনের কারখানা’ বলা হয়ে থাকে ইউক্রেনকে। হাজার হাজার সারোগেট মাদারের দেখা মেলে এই দেশে। বিপুল টাকার বিনিময়ে এখানে সারোগেসির মাধ্যমে প্রতি বছর প্রায় হাজার তিনেক সন্তানের জন্ম হয় ইউক্রেনে। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে নিঃসন্তান দম্পতিরা এখানে ছুটে আসেন সন্তানের আশায়। তাদের মধ্যে এক তৃতীয়াংশই নাকি চীনের বাসিন্দা।
জানা যাচ্ছে ইউক্রেনে সারেগেসির মাধ্যমে সন্তান পাওয়ার ন্যূনতম খরচ ২৫ হাজার ইউরো থেকে শুরু। ক্ষেত্র বিশেষে যা ৭০ হাজার ইউরো পর্যন্ত বেড়ে যায় বলে খবর। ভারতীয় মুদ্রায় এই টাকার অঙ্ক গিয়ে দাঁড়ায় ২০ থেকে ৬০ লক্ষ টাকা। সূত্রের খবর কোনো দম্পতি পুত্র সন্তান না কন্যা সন্তান চান, তাও নির্ধারণ করা যায় এখানে। ছেলে বা মেয়ে বেছে নিতে একাধিকবার চেষ্টা করতে পারেন দম্পতিরা। সেক্ষেত্রে খরচ বেড়ে যায় অনেকটাই।