September 24, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular ব্যবসা ও প্রযুক্তি

এই যন্ত্র জলাভূমির কয়েক টন আবর্জনা সাফ করতে পারে নিমেষেই 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :  

মানুষের সাম্প্রতিক কর্মকাণ্ড নদী-নালা ও অন্যান্য জলাভূমির ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করছে। বিশেষ করে ভাসমান ময়লা ও আবর্জনা আমাদের দেশের নদ-নদীতে ময়লা-আবর্জনার আলাদা স্তর তৈরি করছে। এসব পরিষ্কারের উপযোগী একটি যন্ত্রের সন্ধান পাওয়া গেছে অনলাইনে।

এ যন্ত্রটি প্রতিবার কয়েক টন করে আবর্জনা ও জলজ আগাছা সংগ্রহ করতে পারে। জলাভূমি যেখানে বিপন্নপ্রায় সেখানে দারুণভাবে কাজ করতে পারে এ যন্ত্রটি। অনেকেই একে জলের ঘাসকাটা যন্ত্র বলছেন। যদিও এর কাজ তার চেয়েও অনেক কার্যকর।

যন্ত্রটির নির্মাতা প্রতিষ্ঠানের নাম জানা যায়নি। তবে ভারতের কয়েকটি জলাভূমিকে এ ধরনের যন্ত্র ব্যবহার করে পরিষ্কারের তথ্য পাওয়া গেছে। তবে যুক্তরাষ্ট্র ও ইউরোপেও জলাভূমি পরিষ্কারের জন্য এমন যন্ত্রের ব্যবহার রয়েছে।

শুধু জলের ওপরেই নয়, জলের ছয় ফুট নিচ থেকেও আবর্জনা সংগ্রহ করতে পারে এ যন্ত্র। অনলাইনে যন্ত্রটির কার্যকারিতা দেখে অনেকেই এমন যন্ত্র বাংলাদেশের নদ-নদী ও জলাভূমি পরিষ্কারের জন্য প্রয়োজন বলে মন্তব্য করছেন।

Related Posts

Leave a Reply