November 22, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular ব্যবসা ও প্রযুক্তি

জীবিত মানুষের হৃদস্পন্দন মাপতে সক্ষম এই ড্রোন, কাজে লাগানো হবে প্রাকৃতিক দুর্যোগে  

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

দূর থেকে মানুষের শ্বাস-প্রশ্বাস ও হৃদস্পন্দন মাপতে সক্ষম একটি ড্রোন আবিস্কার করেছেন ইউনিভার্সিটি অফ সাউথ অস্ট্রেলিয়া’র একদল গবেষক। আর এই গবেষণা টিমের নেতৃত্ব দেন জাভান চাল।

এই ড্রোন সম্পর্কে তিনি বলেন, যেকোনো প্রাকৃতিক দুর্যোগের সময় আমাদের মূলত গুরুত্ব দিতে হয় কে বেঁচে আছে, কে মারা গেছে এবং কে মারা যাচ্ছে এই বিষয়গুলোর ওপর। এই সকল সংকট পরিস্থিতে এই ড্রোনটি ম্যাপিংয়ের মাধ্যমে মানুষের সাধারণ অবস্থা নির্ণয় করতে পারবে। চাল আরও বলেন, এই একই সফটওয়্যার মুখ শনাক্ত করতে পারে, হৃদস্পন্দন মাপতে পারে এবং প্রতিদিন এক লাখ মানুষের জন্য এটি করা যেতে পারে। মানবিক সংকটের সময় এটি ব্যবহারের লক্ষ্য রয়েছে বলে জানান তিনি।

এই ড্রোনটি তার ক্যামেরা ব্যবহার করে, লক্ষ্য করা ব্যক্তির মাথা পর্যবেক্ষণ করে প্রতিটি বিটের জন্য এক মিলিমিটারের স্পন্দন দেখাতে পারে ড্রোনটি। তার মতে, ৬০ মিটার দূর থেকে মানুষের হৃদস্পন্দন মাপতে সক্ষম এই ড্রোনটি প্রাকৃতিক দুর্যোগের সময় দারুন সহায়তা করবে।

 

Related Posts

Leave a Reply