November 22, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular ব্যবসা ও প্রযুক্তি শারীরিক

আঁধারেও দেখানোর ক্ষমতা রাখে এই ড্রপ

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

ঘোর অন্ধকার থাকলেও খালি চোখে দেখা যাবে চারপাশ। এমন একটি প্রযুক্তি আবিষ্কার করেছেন ক্যালিফোর্নিয়ার দ্য বায়োহ্যাকার নামের একটি গবেষক দল।  অবশ্য ড্রপটি এখনো সফলভাবে সম্পন্ন করতে পারেনি গবেষকরা।

ব্রিটিশভিত্তিক সংবাদ মাধ্যম ইনডিপেন্ডেন্টের খবরে বলা হয়েছে, গবেষক দলটি গভীর সমুদ্রের এক ধরনের মাছের শরীর থেকে রাসায়নিক একটি পদার্থ (সিই৬) ব্যবহার করে নতুন একটি তরল পদার্থ তৈরি করতে সক্ষম হয়েছেন।
সর্বপ্রথম নিজের চোখে পরীক্ষা চালিয়ে প্রযুক্তিটির অবিশ্বাস্য সফলতা পেয়েছেন গবেষক দলের প্রধান ‘গ্রিন্ডার’।  এই ড্রপ চোখে ব্যবহার করে ঘুটঘুটে অন্ধকারে প্রায় ১৬৪ ফিট বা সর্বোচ্চ ৫০ মিটার পর্যন্ত দেখতে পাবে মানুষ।  প্রযুক্তিটি এতদিন শুধু ক্যামেরার ল্যান্সেই সীমাবদ্ধ ছিল।
তবে প্রযুক্তিটি এখনো প্রক্রিয়াধীন রয়েছে বলে বলেছেন গবেষকরা। প্রক্রিয়াটি একবার সফলভাবে সম্পন্ন করা গেলে পরে সবার জন্য উন্মুক্ত করা হবে।

Related Posts

Leave a Reply