January 18, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular বিনোদন

এই ডানা কাটা পরীই এখন নওয়াজের প্রেমিকা ! 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

নিই এখন বলিউডের ‘মোস্ট বিউটিফুল অ্যাকট্রেস’। সুন্দরী এই অভিনেত্রী হলেন ইরানিয়ান মডেল কাম অভিনেত্রী এলনাজ নওরোজি। জার্মানি, পাকিস্তান ও ভারতে বিজ্ঞাপন এবং সিনেমায় কাজ করে বেশ সুনাম অর্জন করেছেন এলনাজ।

এই সুন্দরী এবার শিরোনামে এসেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকীর প্রেমিকা হিসাবে। আসলে ‘সেক্রেড গেমস’-এ নওয়াজের বিপরীতে অভিনয় করছেন এলনাজ। ইরানে জন্মগ্রহণ করলেও জার্মানিতে বড় হয়েছেন তিনি। ১৫ বছর বয়সে মডেলিং শুরু করেছিলেন তিনি, ফ্যাশন নিয়েও পড়াশোনা রয়েছে তার।

Related Posts

Leave a Reply