January 18, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular বিনোদন

স্পটবয় হিসেবে শুটিংয়ের সময় টাব্বুর শাড়ি ইস্ত্রি করে দিতেন এই বিখ্যাত পরিচালক 

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

১৯৯৫ সালে টাবু ও অজয় দেবগণ জুটির ‘হাকিকত’ ছবিটি ছিল সুপারহিট। সেই ছবির শুটিং চলাকালীন এক জন স্পটবয় নায়িকার শাড়ি ইস্ত্রি করার দায়িত্বে ছিলেন। আজ সেই স্পটবয়ই বলিউডের শীর্ষস্থানীয় এক পরিচালক। শুধু তাই নয়, টাবু ও অজয় দেবগণ জুটিকেও বহু বছর পর বড় পর্দায় ফিরিয়ে এনেছেন সেই পরিচালক।

বলিউডের পুরানো ছবির একজন সেরা স্টান্টম্যান এম বি শেট্টি। শুধু স্টান্টম্যানই না, এক জন অ্যাকশন কোরিওগ্রাফার এবং দক্ষ অভিনেতাও ছিলেন তিনি। তারই ছেলে বলিউডের বিখ্যাত এই পরিচালক। অ্যাকশন ও স্টান্ট ভরপুর ছবি তৈরিতে যিনি সিদ্ধহস্ত। অনুপ্রেরণা অবশ্যই তার বাবা।

এতক্ষন যার কথা বলছিলাম তিনি হলেন রোহিত শেট্টি। যাঁর পরিচালনায় ইতিমধ্যেই বলিউড পেয়েছে, ‘গোলমাল’ সিরিজ, দিলওয়ালে, চেন্নাই এক্সপ্রেস’র মতো হিট ছবি। রোহিত পরিচালনার পাশাপাশি, এক জন দক্ষ সঞ্চালকও।

রোহিত জানিয়েছেন, শুটিং সেটে এক জন স্পটবয় হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি। ‘হাকিকত’-এর সেটে টাবুর শাড়ি ইস্ত্রি করতেন। এমনকি একবার কাজলের মেকআপ করানোর কাজেও সাহায্য করেছিলেন।

 

Related Posts

Leave a Reply