বুলেট আটকাবে না, ধ্বংস করে দেবে এই ফোম
কলকাতা টাইমস :
বহু হাজার বছর ধরেই অস্ত্রের আঘাত থামাতে কার্যকর বর্ম নির্মাণে মানুষের প্রচেষ্টা চলছে। এবার সে প্রচেষ্টায় একটি কার্যকর উপাদান আবিষ্কার করলেন গবেষকরা। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে বিজনেস ইনসাইডার।
নতুন আবিষ্কৃত এ ধাতব ফোম অত্যন্ত কার্যকরভাবে বুলেট থামাতে পারবে। ভিডিওতে দেখা গেছে এতে বাধা পেলে নিক্ষিপ্ত বুলেট ঠিক আটকে যাওয়া নয় বরং তা চূর্ণ হয়ে যাচ্ছে। এর পুরুত্ব এক ইঞ্চিরও কম হবে বলে জানিয়েছেন গবেষকরা।
প্রথম মহাযুদ্ধের সময় বুলেটপ্রুফ ট্যাংক প্রচলিত হয়। পরবর্তীতে এ ট্যাংক ভেদ করার প্রযুক্তিসম্পন্ন বুলেটও আবিষ্কৃত হয়। ১৯৬৫ সালে কেভলার আবিষ্কার করেন বর্তমানে প্রচলিত বুলেটপ্রুফ জ্যাকেট। তবে শক্তিশালী বুলেটের প্রচলন হওয়ায় এসব কোনো উপায়েই বুলেট থেকে রক্ষা পাওয়া সম্ভব হচ্ছিল না। এবার নতুন বুলেটপ্রুফ উপাদান আবিষ্কৃত হওয়ায় যে কোনো বুলেটই থামানো সম্ভব হবে।
নতুন এ শক্তিশালী ধাতব ফোম উন্নয়ন করেছেন আফসানেহ র্যাবিয়াই। তিনি যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা স্টেট ইউনিভার্সিটির মেকানিক্যাল অ্যান্ড অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর।
প্রফেসর র্যাবিয়াই বলেন, এ ধাতব ফোমটি বুলেটের আঘাত এত বেশি পরিমাণে সহ্য করতে পারে যে, তা এক ইঞ্চির তিন ভাগের এক ভাগ পুরু হলেই চলে। সঠিকভাবে বলতে গেলে মাত্র আট মিলিমিটার পুরু হলেই যথেষ্ট। এতে নির্মিত বুলেটপ্রুফ পোশাক সব মিলিয়ে মাত্র এক ইঞ্চি পুরু হলেই চলবে। এটি তৈরি করা হয়েছে বাইরের দিকে বোরোন কার্বাইড সিরামিক দিয়ে। এ ছাড়া এর পেছনে শক্তিশালী অ্যালুমিনিয়াম ৭০৭৫ বা কেভলার প্যানেল ব্যবহৃত হয়েছে।